বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

নিশীথ মোকাবিলায় দক্ষ কোচবিহারের 
২০ তৃণমূল নেতাকে নন্দীগ্রামে দায়িত্বে

শ্রীকান্ত পড়্যা, তমলুক: কোচবিহারের দাপুটে নেতা নিশীথ প্রামাণিককে  মোকাবিলায় দক্ষ ২০ জন নেতাকে নন্দীগ্রাম বিধানসভার দায়িত্বে আনল তৃণমূল। বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে আদককে। তাঁরই নির্দেশ মতো কাজ করবেন ওই জেলা থেকে আসা ১৯ জন ব্লক সভাপতি, শহর সভাপতি ও জেলা কমিটির গুরুত্বপূর্ণ নেতারা। জমি আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রাম থেকে লিড পেতেই উত্তরবঙ্গ থেকে সাগর পাড়ে আনা হয়েছে হয়েছে অভিজিৎদের। 
সোমবার সকালে নন্দীগ্রাম বিএমটি হাইস্কুলের অডিটোরিয়ামে নন্দীগ্রাম-১ ব্লকের তৃণমূলের সকল বুথ সভাপতি, অঞ্চল নেতৃত্ব এবং ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের নিয়ে সভা হয়। সেখানে কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎবাবু দলীয় কর্মীদের সঙ্গে পরিচয়পর্ব সারেন। ছিলেন ব্লকস্তরের নেতারা। তাঁদের বুক চিতিয়ে লড়াইয়ে নামার ভোকাল টোনিক দেওয়া হয়।  কোচবিহারের নির্বাচনে কীভাবে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দলীয় কর্মীরা লড়াই করেছেন, সেই কাহিনিও তুলে ধরেন অভিজিৎবাবু।
পাশাপাশি এদিন বিকেলে নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ার একটি গেস্ট হাউসে দলের যুযুধান দুই শিবিরের নেতাদের নিয়ে বৈঠক করে তমলুক লোকসভা নির্বাচনী কমিটি। ওই কমিটির পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় এবং চেয়ারম্যান সৌমেন মহাপাত্র বৈঠকে উপস্থিত ছিলেন। প্রাক্তন ব্লক সভাপতি অরুণাভ ভুঁইয়া ও তাঁর শিবিরের সঙ্গে বর্তমান ব্লক সভাপতি সুনীলবরণ জানা ও জেলা সহ সভাপতি মহাদেব বাগের বিরোধ মিটছিল না। এদিন দু’পক্ষকে বসিয়ে সেই বিরোধে ইতি টানা হয়। দু’পক্ষকে নির্বাচনী কমিটির মধ্যে রাখা হয়েছে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে একযোগে লড়াই করার বার্তা দেওয়া হয়।
২০২১ সালে বিধানসভা ভোটের সময় নন্দীগ্রাম-১ ও ২ ব্লকে ১৭টি গ্রাম পঞ্চায়েতে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। রাজ্য মন্ত্রিসভার সদস্য থেকে দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রতিটি অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার লোকসভা ভোটেও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের দায়িত্ব দিয়ে নন্দীগ্রামে ভালো ফল করতে মরিয়া তৃণমূল। ভোট পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রাম-১ ব্লকের ১২ জন নেতা আদালতের নির্দেশে জেলার বাইরে। তাঁদের প্রায় সকলেই দলের ভোট কাণ্ডারি ছিলেন। ভোটের সময় তাঁদের অভাব যাতে কোনওভাবে প্রতিফলিত না হয়, সেজন্য যাবতীয় কৌশল গ্রহণ করছে তৃণমূল।
নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূলের নির্বাচনী কমিটির কনভেনার স্বদেশ দাস বলেন, কোচবিহার থেকে আমাদের মোট ২০ জন নেতা নন্দীগ্রামে এসেছেন। সেখানকার জেলা সভাপতিকে বিশেষ দায়িত্ব দেওয়া  হয়েছে। সোমবারের সভায় কোচবিহারের জেলা সভাপতি সেখানকার ভোটের অভিজ্ঞতাও শেয়ার করলেন। আমরা নন্দীগ্রাম বিধানসভা থেকে দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে লিড দেওয়ার লক্ষ্যে এগচ্ছি। গত বিধানসভা ভোটে জেলা পরিষদে প্রাপ্ত ভোটের নিরিখে আমরা এগিয়ে রয়েছি। লোকসভাও আমরা এগিয়ে থাকব বলে আশাবাদী।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, নন্দীগ্রাম বিধানসভা এলাকার তৃণমূল নেতাদের ওদের পার্টির নেতৃত্বই বিশ্বাস করে না। বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করেন। তাই বহিরাগত নেতাদের এনে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, বহিরাগত এনেও কোনও লাভ হবে না।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ