বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

শুক্রবার রানিগঞ্জে সভা অভিষেকের, আজ বিজেপির প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আগামী শুক্রবার রানিগঞ্জে সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবাঙালি ভোটে ভর করে গত দুই লোকসভা নির্বাচনে রানিগঞ্জ শহর এলাকায় লিড নিয়েছিল বিজেপি। সেই মিথ ভাঙতেই এবার অভিষেকের সভাকে সামনে রেখে রানিগঞ্জে লিড নিশ্চিত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। জমি ছাড়তে নারাজ বিজেপিও। বিজেপি নেতা যোগী আদিত্যনাথকে প্রচারে নিয়ে আসছে তারা। আজ, মঙ্গলবার খান্দরায় সভা রয়েছে তাঁর। দুই হেভিওয়েটের সভা ঘিরে খনি অঞ্চলে রাজনীতির পারদ চড়ছে।
রানিগঞ্জ শহর ও অণ্ডাল ব্লক নিয়ে রানিগঞ্জ বিধানসভা এলাকা। বিধায়ক তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়। তাঁর জামাইবাবুই এবার বিজেপির প্রার্থী। সেকারণে নিজের বিধানসভা এলাকায় দলের প্রার্থীর লিড রাখাই তাঁর কাছে মর্যাদার লড়াই। তাপসবাবু বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রানিগঞ্জে প্রথমবার সভা করতে আসছেন। স্বাভাবিকভাবেই তাঁর ভোকাল টনিকের পর কর্মীরা আরও বেশি উজ্জীবিত হবেন। আমরা রানিগঞ্জ বিধানসভা থেকে ভালো লিড পাব।
শিল্পাঞ্চলের সবচেয়ে প্রাচীন শহর রানিগঞ্জ। ২০১১সালের বিধানসভা নির্বাচনে জয় পায় তৃণমূল কংগ্রেস। ২০১৬ সালে বিধানসভায় সিপিএম জয়ী হয়। ২০২১ সালে ফের রানিগঞ্জ বিধানসভায় ঘাসফুল শিবির জয় ছিনিয়ে নেয়। পুরসভা বা বিধানসভা ভোটে বিজেপি দাগ কাটতে না পারলেও ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে লিড পায় বিজেপি। এখানে বিজেপির কোনও দাপুটে নেতা না থাকলেও অবাঙালি বলয়ে মোদি ম্যাজিক কাজ করে বলেই রাজনৈতিক মহলের ব্যাখ্যা। এবার ভোটে মোদি হাওয়া বা আবেগ নেই। রামনবমীতে মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শহর সভাপতি রূপেশ যাদব বলেন, আমাদের দল সব উৎসব পালনের কথা বলে। সেই অনুযায়ী আমরা রামনবমীর বড় মিছিল বের করেছি। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। 
তবে শুধু ধর্ম নয়, রানিগঞ্জের অনেক অপ্রাপ্তিও রয়েছে। যা মানুষের মনকে নাড়া দেয়। যেমন রানিগঞ্জ কয়লাখনি প্রকল্পের পুনর্বাসন এখনও হয়নি। যানজট সমস্যায় নাকাল হয় শহরবাসী। তেমনই রানিগঞ্জকে মহকুমা শহর করার দাবিও দীর্ঘদিনের। অভিষেকের ঘোষণার পরই ধূপগুড়ি মহকুমা হয়েছিল। এবার রানিগঞ্জের জন্য তেমন কোনও উপহার অভিষেক দেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকে। 
রানিগঞ্জ বিধানসভায় লিড পেতে শহরের ভোট যেমন তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ, তেমনই অণ্ডাল ব্লকে তৃণমূলের ভোটব্যাঙ্ক উদ্বেগে রাখে বিজেপিকে। সেই অণ্ডাল ব্লকের খান্দরায় যোগী আদিত্যনাথকে দিয়ে সভা করিয়ে বিজেপি পালে হাওয়া টানতে চাইছে গেরুয়া শিবির। বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী বলেন, আমরা রানিগঞ্জ বিধানসভায় নিশ্চিতভাবে লিড পাব। যোগীজির সভায় রেকর্ড ভিড় হবে।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ