বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বিলগ্নিকরণ নিয়ে ইউপিএ সরকারের উপরই দায় চাপালেন কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘ইউপিএ আমলেই বিএসএনএলের অবস্থা খারাপ হয়েছে। দেশের বিলগ্নিকরণ শুরু করেছে মনমোহন সিং সরকার। আমরা তো বন্ধ কারখানা খোলা শুরু করেছি।’ বিলগ্নিকরণ ইস্যুতে শিল্পাঞ্চলে বিপাকে পড়া বিজেপির ভাবমূর্তি বাঁচাতে এভাবেই কংগ্রেস জোট সরকারের উপর দোষ চাপালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। সোমবার দুর্গাপুরের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই ডিজিটাল ইন্ডিয়ার জয়গান করার সময়ে তাঁদের আমলে বিএসএনএলের করুণ দশা কেন প্রশ্ন করা হয়। তার উত্তরে তিনি বলেন, আমরা তো বিএসএনএলকে উন্নত করেছি। ইউপিএ আমলে খারাপ অবস্থা ছিল। তাহলে এই সময়ে কেন বিএসএনএল কর্মীরা বেতন পাচ্ছেন না, সংস্থার অফিস ভাড়া দিতে হচ্ছে? এই প্রশ্নের সুস্পষ্ট উত্তর দেননি তিনি। 
বিজেপি সরকারের আমলে দুর্গাপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার প্রশ্ন উঠতেই তিনি বলেন, বিলগ্নিকরণ করার কাজ তো মনমোহন সরকার শুরু করেছে। আমরা বিহারে বন্ধ সার কারখানা খুলেছি। বাংলাতেও খোলা হতে পারে। যদিও বিলগ্নিকরণ ইস্যুতে ভিন্ন সুর গেয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, সরকারের করের টাকায় কেন অলাভজনক সংস্থা চালাবে সরকার। মন্ত্রী ও প্রার্থীর দু’রকম অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন, দু’টি পৃথক বিষয়। প্রসঙ্গত, শিল্পাঞ্চলে সভা করতে এসে বিজেপি সরকারের বিলগ্নিকরণ ইস্যুকেই টার্গেট করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্র সব বিক্রি করে দিচ্ছে। ১১টি কোলিয়ারি বিক্রি করে দিয়েছে। সিএলডব্লু বিক্রি করতে টেন্ডার করা হচ্ছে। তাই কেন্দ্রীয় মন্ত্রীকে দিয়ে বিজেপি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করল বলে রাজনৈতিক মহলের মত।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ