বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

শান্তিনিকেতনের বিজেপি নেতাকে হুমকির অভিযোগ

সংবাদদাতা, শান্তিনিকেতন: রবিবার রাতে শান্তিনিকেতনের বিনুরিয়া গ্রামে বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সোমবার শান্তিনিকেতন থানায় বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার নেতৃত্বে এব্যাপারে অভিযোগ দায়ের করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তাদের দাবি, বিজেপির পায়ের তলায় মাটি নেই বলে মিথ্যা অভিযোগ করছে। 
শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের বিনুরিয়া গ্রামে রবিবার রাতে বিজেপির বোলপুর বিধানসভার ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রণব কুণ্ডুকে হুমকি দেওয়া হয়। অভিযোগের তির বোলপুর শহর তৃণমূলের সহ-সভাপতি বাবু দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, এলাকায় ভোটের প্রচার আটকাতে এভাবে দিকে দিকে হুমকি দেওয়া হচ্ছে। রবিবার রাতে বাবু দাসের নেতৃত্বে তৃণমূলের ২৫ জন দুষ্কৃতী প্রণব কুণ্ডর বাড়িতে চড়াও হয়। তাদের অনেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। বিজেপির সঙ্গে যুক্ত থাকলে তাঁকে ও তাঁর পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পিয়া সাহা বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তারা নির্বাচনে পরাজিত হবে বুঝতে পেরেই আমাদের হুমকি দিচ্ছে। যদিও তৃণমূল নেতা বাবু দাস বলেন, রূপপুর অঞ্চলে বিজেপির কোনও সংগঠন নেই। তাই নিজেদের প্রচার পাওয়ার আশায় উল্টোপাল্টা কথা বলছেন। এই অঞ্চল থেকে তৃণমূল প্রার্থী পাঁচ হাজারের বেশি লিড পাবেন।
বিজেপি নেতাকে হুমকি। বোলপুর থানায় অভিযোগ দায়ের করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা। 

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ