বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কল্যাণপুরে পরিত্যক্ত পাথর খাদানের জলে নিখোঁজ ছাত্র

সংবাদদাতা, রামপুরহাট: বন্ধুদের সঙ্গে পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে নেমে তলিয়ে গেল এক নাবালক ছাত্র। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া মুরারই থানার কল্যাণপুর গ্রামে। নিখোঁজ ছাত্রের নাম আহম্মদ শেখ। বয়স ১৭। তার খোঁজে ডুবুরি নামানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের বাড়ি পাইকর থানার হিয়াতনগর গ্রামে। সে পাইকর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। গত বৃহস্পতিবার ঠাকুমার সঙ্গে মুরারই থানার বনরামপুর গ্রামে এক আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসে ওই ছাত্র। শুক্রবার দুপুরে সেই বাড়িতে নিমন্ত্রিত অতিথিদের খাওয়ানো চলছিল। সেই ফাঁকে চার বন্ধু মিলে লাগোয়া কল্যাণপুর গ্রামে পরিত্যক্ত গভীর পাথর খাদানে স্নানের জন্য আসে। বেশ কিছুক্ষণ ধরে তারা স্নান করছিল। এরইমধ্যে বাকি তিনজন আহম্মদকে দেখতে না পেয়ে দৌড়ে তার বাড়িতে এসে জানায়। জানাজানি হতেই প্রচুর মানুষ খাদান চত্বরে ভিড় জমান। ঘটনাস্থলে আসে পুলিস। স্থানীয় কয়েকজন খাদানের জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু পায়নি। এদিকে বিকেলে গড়িয়ে অন্ধকার নেমে আসায় তল্লাশি বন্ধ হয়ে যায়। শনিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি এনে ছাত্রের খোঁজ শুরু করে। যদিও দুপুর পর্যন্ত ছাত্রের খোঁজ মেলেনি। আত্মীয় সেনারুল শেখ বলেন, আমার ছেলের বিয়েতে ঠাকুমার সঙ্গে এসেছিল আহম্মদ। দুপুরে অতিথিদের খাওয়ানোর কাজে সকলে ব্যস্ত ছিলাম। তখনই গ্রামের তিজননের সঙ্গে আহম্মদ স্নান করতে খাদানে নেমে তলিয়ে যায়। তার গামছা খাদানের পাড় থেকে পাওয়া গিয়েছে। ঘটনায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ ছাত্রের মা সুমিতা বিবি বলেন, ঘটনা শুনে এদিন সকালে বনরামপুরে এসেছি। খাদানে ডুবুরি নেমেও ছেলের খোঁজ পাচ্ছে না। এখন উপরওয়ালাই ভরসা। মুরারই ১ ব্লকের বিডিও বীরেন্দর অধিকারী বলেন, ডুবুরি খাদানের জলে নেমে তল্লাশি চালাচ্ছে। দেখা যাক কী হয়। 
 মুরারইয়ের কল্যাণপুর গ্রামের খাদানে নিখোঁজ ছাত্রের খোঁজ চালাচ্ছে ডুবুরিরা।-নিজস্ব চিত্র

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ