বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

গোঘাটে জমির উপর দিয়ে তার নিয়ে যাওয়ায় বাধা চাষিদের, ধস্তাধস্তি

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটে একটি স্টিল ফার্নিচার কারখানায় বিদ্যুতের তার লাগানোকে কেন্দ্র উত্তেজনা ছড়ায়। শনিবার সকালে মান্দারণ পঞ্চায়েতের তারাহাট গ্ৰামে স্থানীয় চাষিদের সঙ্গে পুলিসের বচসা ও ধস্তাধস্তি হয়। পরে পুলিসের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় তার লাগানোকে কেন্দ্র করে কিছুদিন ধরেই উত্তেজনা তৈরি হয়েছিল। স্থানীয় চাষিরা জমির উপর দিয়ে তার নিয়ে যাওয়ার কাজে বাধা দেন। কারখানার মালিক এরপরেই হাইকোর্টে যান। কোর্টের নির্দেশ মতো এদিন বিদ্যুৎ বিভাগের আধিকারিক ও গোঘাট থানার পুলিসর উপস্থিতিতে তার লাগানোর কাজ চলছিল। স্থানীয় চাষিরা সেই কাজে বাধা দেন। পুলিস ও চাষিদের মধ্যে বচসা, ধস্তাধস্তি হয়। চাষিদের অভিযোগ, বিদ্যুতের খুঁটি থেকে তার ব্যক্তিগত জমির উপর দিয়ে কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাই তাঁরা বাধা দেন।
স্থানীয় চাষি গুরুপদ কাইত বলেন, কারখানার মালিক আমাদের ব্যক্তিগত জমির উপর দিয়ে প্রথমে তার লাগানোর চেষ্টা করেন। বাধা দেওয়ার পর সেই কাজ বন্ধ হয়ে যায়। মহকুমা বিদ্যুৎ দপ্তরে অবজেকশনের চিঠি জমা দেওয়া হয়েছিল। এদিন সকালে আবার তার লাগানোর চেষ্টা হলে বাধা দেওয়া হয়। আমাদের বলা হয় হাইকোর্টের নির্দেশে তার লাগানো হচ্ছে। জমির উপর দিয়ে তার নিয়ে যাওয়া আটকাতে আমরাও আইনের দ্বারস্থ হব। 

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ