বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জখম ৭ জন, বোমাবাজি, উত্তেজনা

সংবাদদাতা, কান্দি: ছাগলে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ভরতপুরের সরডাঙা গ্রামে উত্তেজনা ছড়ায়। ব্যাপক বোমাবাজি হয়। ঘটনায় এক পঞ্চায়েত সদস্যা সহ উভয়পক্ষের সাতজন জখম হন। তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পিছনে রাজনৈতিক বিবাদ রয়েছে বলে দাবি। গত পঞ্চায়েত ভোটে একপক্ষের আত্মীয় শাসকদলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র সাত ভোটে হেরে গিয়েছিলেন। অপরপক্ষের নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন। সেই থেকেই গ্রামে দু’পক্ষের মধ্যে বিবাদ চলছে। শনিবার সকালে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনায় পুলিস তিনজনকে আটক করেছে। গ্রামে পুলিস পিকেট বসানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গ্রামের সাইরুল শেখের জমিতে দু’টি ছাগল ধান খাচ্ছিল। ওই ছাগল দু’টি গ্রামের পঞ্চায়েত সদস্য মফেজা বিবির পরিবারের বলে দাবি। এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। হঠাৎ করেই সাইরুলের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ব্যাপক ইট ছোড়াছুড়ি হয়। ইট ও লাঠির আঘাতে পঞ্চায়েত সদস্য সহ আরও ছ’জন জখম হন। বোমাবাজিও করা হয়। পুলিস পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাসিন্দারা জানান, গত পঞ্চায়েত ভোটে এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সারমিনা বিবি। তিনি নির্দল প্রার্থী মফেজা বিবির কাছে মাত্র সাত ভোটে হেরে যান। যদিও ভোটের পরে মফেজা বিবি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। গ্রামের গৃহবধূ সাইরা বানু বলেন, ওই দুই পরিবারের মধ্যে প্রায় দিনই গণ্ডগোল হয়। এদিন ধান জমিতে ছাগল নামা নিয়ে গণ্ডগোল হয়। প্রথমে ইট, পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বেধে যায়। পরে বোমাও ফাটানো হয়।
জখম পঞ্চায়েত সদস্যার স্বামী আনসার শেখ বলেন, আমরা সবসময় ঝামেলা এড়িয়ে চলি। এদিন আমাদের লোকজন ঘটনার জন্য সাইরুলের কাছে ক্ষমা চেয়ে মিটিয়ে নিতে চেয়েছিল। কিন্তু, ওরা কোনও কথা না শুনে আমাদের উপর চড়াও হয়। সাইরুলের আত্মীয় আলম শেখ বলেন, কেউ কারও কাছে কোনও ক্ষমা চাইনি। দু’পক্ষই ক্ষমতা জাহির করতে থাকায় সংঘর্ষ বেধে যায়।
তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, পুরনো রাগ ও গ্রাম্য বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরসঙ্গে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনও ব্যাপার নেই।

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ