বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

অপমানের বদলা নিতে অভিষেকের জামালপুরের সভায় নামল জনস্রোত

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: আচমকাই আধার কার্ড নিষ্ক্রিয়র চিঠি পেয়ে চোখে সর্ষের ফুল দেখেছিল জামালপুরের বহু পরিবার। কেন্দ্রের বিজেপি সরকার তাদের কার্যত ‘বহিরাগত’ তকমা সেঁটে দিয়েছিল। সেই অপমানের বদলা নিতে শনিবার জামালপুরের সেলিমাবাদের তৃণমূলের সভায় ভিড় জমালেন তাঁরা। উজ্জ্বল সরকার নামে এক ব্যক্তি বলেন, বহু বছর ধরে আমরা এখানে রয়েছি। তারপরও আমাদের পরিবারের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। অপমানিত বোধ করেছিলাম। সেই সবের জবাব দেওয়ার জন্যই তৃণমূলের পাশে রয়েছি। আরএক মহিলা বলেন, ‘দিদি’র চাপে পড়ে নিষ্ক্রিয় করা আধার কার্ড আবার চালু করতে বাধ্য হয়েছে। কিন্তু, ভোটের পর কী করবে তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। দিদি শক্তিশালী থাকলে ওরা কিছু করতে পারবে না। সেই কারণেই এদিনের সভায় এসেছিলাম। 
সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিয়েছেন সন্তোষ রায়। তিনি বলেন, সিএএ ধাপ্পা ছাড়া আর কিছুই নয়। নাগরিকত্বের জন্য কেউ আবেদন করবেন না। বিজেপি ফাঁদে ফেলতে চাইছে। ৩৪ বছর ধরে এই দলটার সঙ্গে ছিলাম। এখনকার বিজেপি আর আগের মতো নেই। ওরা মানুষকে সমস্যায় ফেলার কৌশল নিয়েছে। তৃণমূলের প্রবীণ নেতা স্বপন দেবনাথ বলেন, বিজেপি সরকার চেষ্টা করলেও নাগরিকত্ব কাটতে পারবে না। এ কথা দিদি দিয়েছেন। শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি লড়াই করবেন।
শনিবার সেলিমাবাদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে এসেছিলেন। তীব্র দাবদাহের মাঝে জামালপুর এলাকার বাসিন্দারা বেশি সংখ্যায় ভিড় জমিয়েছিলেন। জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জামালপুর ব্লকের তৃণমূলের সভাপতি  মেহমুদ খান, অলোক মাজি সহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। তাঁরাও একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন।
তৃণমূলের দাবি, সিএএ একটা ফাঁদ ছাড়া অন্য কিছুই নয়। আধার কার্ড নিষ্ক্রিয় করে বিজেপি এনআরসির অ্যাসিড টেস্ট করতে চেয়েছিল। রাজ্য সরকারের চাপে পড়ে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।  বিজেপির পাল্টা দাবি,  সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। কারও নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হবে না। বিজেপি প্রার্থী অসীম সরকার বলেন, তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। বিজেপি সরকার কারও নাগরিকত্বের অধিকার কেড়ে নেবে না।
তবে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি পাওয়ার পর জামালপুরের বাসিন্দাদের আতঙ্ক এখনও কাটেনি। এদিনের সভায় তাঁদের ভিড় সেটা আরও একবার প্রমাণ করেছে। তাঁদের বিশ্বাস, তৃণমূল ছাড়া তাঁদের পাশে কেউ থাকবে না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মঞ্চ থেকে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ