বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

শক্তিগড়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

সংবাদদাতা, বর্ধমান: শক্তিগড় থানার বলগনা গ্রামে এক স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘরে সিলিং ফ্যানের হুকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি ওড়না কেটে নামিয়ে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতার নাম শ্রাবণী মাঝি (১৫)। সে বলগনা হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত। সে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তবে, তার আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন। খণ্ডঘোষ থানার উলকুণ্ডা গ্রামে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘরে সিলিং ফ্যানের হুকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতার নাম আসমাতারা খাতুন (২৬)। পরিবারের দাবি, তিনি মানসিক রোগী ছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। মানসিক ভারসাম্য হারিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। গলসি থানার বেলান গ্রামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে শিরিষ গাছের ডালে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতের নাম পিন্টু বাগদি (৪৮)। তিনি পেশায় খেতমজুর ছিলেন। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তবে, তাঁর আত্মহত্যার কারণ নিয়ে কিছু জানাতে পারেনি পরিবারের লোকজন। মেমারি থানার বোধপুর গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম ভূতনাথ সরেন (৩৫)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। বুধবার বিকেলে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। জামালপুর থানার নুড়ি গ্রামের মাঝেরপুকুর পাড় এলাকায় সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম শশানী বিশ্বাস (৬৮)। বুধবার দুপুরে উনুন ধরানোর জন্য জ্বালানি আনতে যান তিনি। সেই সময় তাঁর ডান হাতে সাপে ছোবল মারে।

26th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ