বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

তৃণমূল নেত্রীর জোড়া সভায় জনস্রোত

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সূতি: তৃণমূল নেত্রীর জোড়া সভা ঘিরে শুক্রবার মুর্শিদাবাদে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তাপপ্রবাহকে উপেক্ষা করেই কাতারে কাতারে মানুষ তাঁর সভায় ভিড় করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখবার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। দু’টি সভায় তিন প্রার্থী ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী আখরুজ্জামান, সভাধিপতি রুবিয়া সুলতানা, বিধায়ক জাকির হোসেন, অপূর্ব সরকার, নিয়ামত শেখ প্রমুখ। এদিন দুপুর ১টা নাগাদ মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সমর্থনে প্রথম সভা করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার জুম্মার নামাজের জন্য সাড়ে ১২টাতেও ফাঁকা ছিল সভাস্থল। কিন্তু, আধ ঘণ্টার মধ্যেই হরিহরপাড়ার কিষান মান্ডির পাশের মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। মাঠের পাশে মমতার কপ্টার নামতেই কর্মী সমর্থকরা মমতার নামে জয়ধ্বনি দিতে থাকেন। টানা রোদে ঠায় বসেছিলেন অনেকে। তাঁদের মধ্যে মহিলাদের তিনি নিজেই মঞ্চের সামনে থাকা ডি জোনের মধ্যে বসার সুযোগ করে দেন। 
হরিহরপাড়ার সভায় আসা ৬৫ বছরের কোহিনুর বেওয়া বলেন, ঘরের টাকা দিয়েছেন দিদি। তাই তাঁকে দেখতে এসেছি। ডোমকল থেকে সকালেই বেরিয়েছি দিদি আসবে বলে। গরমে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু উনি তো আমাদের সকলের জন্য কত কষ্ট করেন। এদিন হরিহরপাড়ার জনসভা শেষ করে মমতা কপ্টারে চেপে সূতিতে চলে যান তৃণমূল নেত্রী। সেখানেও বিপুল জন সমাগম হয়। দুপুর ৩টেয় মমতার সভা শুরুর কথা থাকলেও ১টা থেকেই ভিড় বাড়তে থাকে। সভাস্থলের পাশে মমতার হেলিকপ্টার চক্কর কাটতেই উদ্বেল হয়ে ওঠে সভাস্থল। মমতা মঞ্চে আসতেই সভাস্থল করতালি ও উলুধ্বনিতে মুখরিত হয়। এক সময় কে কতটা মঞ্চের কাছাকাছি পৌঁছতে পারেন, তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেই সময় পরিস্থিতি সামালান মমতাই। তিনি বলেন, ‘আপনারা যা করছেন তাতে পদপিষ্ট হয়ে যাবেন। কেউ ঠেলাঠেলি করবেন না। এমন করলে আমি কিন্তু সভা ছোট করে দেব।’ মমতার কথা শুনে সবাই শান্ত হন। তারপর দীর্ঘক্ষণ সভা চলে। মমতাকে দেখার জন্য সভাস্থলের হ্যাঙ্গারের পিলার ধরে কয়েকজন যুবক উপরে উঠে যান। হেলিকপ্টার ছাড়ার সময় মমতাকে হাত দেখানোর জন্য এদিন রীতিমতো লড়াই চলে।
 মমতার সভায় ভিড়। নিজস্ব চিত্র

20th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ