বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লক্ষ্মী পুজো আস্তেকুড়ির মহিলাদের

সংবাদদাতা, কাটোয়া: লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে বেড়ে ১ হাজার টাকা। তাতে গ্রামের মহিলাদের আর্থিক স্বাচ্ছল্য এসেছে। সেই খুশিতে বৃহস্পতিবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে লক্ষ্মী পুজোয় মাতলেন পূর্বস্থলীর আস্তেকুড়ি গ্রামের মহিলারা। সারাদিন উপোস থেকে ব্রাহ্মণ দিয়ে ঘটা করে লক্ষ্মী পুজো হল। পুজো শেষে সবাইকে প্রসাদ খাওয়ানো হয়। 
এই মহিলাদের কারও স্বামী চাষাবাদ করে সংসার চালান, কারও স্বামী দিনমজুর। পূর্বস্থলী-২ ব্লকের মুকশিম পাড়া অঞ্চলের আস্তেকুড়ি গ্রামের বহু মহিলাই এদিন পুজোয় যোগ দেন। তাঁরা আগে থেকেই পুজোর জন্য প্রস্তুতি শুরু করেন। সবাই লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপ্য ভাতা থেকেই চাঁদা দিয়ে পুজোর সমস্ত খরচ করেন। রীতিমতো প্যান্ডেল করে লক্ষ্মী প্রতিমা এনে পুজো হয়। পঞ্চায়েতের প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়। আস্তেকুড়ি গ্রামের বাসিন্দা সোমা মজুমদার, সুমিত্রা মাঝি, ঝর্না মাঝি বলেন, আমরা ১ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি। আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়েছেন। আর্থিক উন্নতি ঘটায় আমরা লক্ষ্মী পুজোর আয়োজন করেছি নিজেরাই। সমস্ত আচার মেনেই পুজো করেছি। মুকশিমপাড়া পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা মাঝি বলেন, গ্রামের মহিলারা সাবলম্বী হচ্ছেন দেখে আমারও খুব ভালো লাগল। তাঁরা নিজেরাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমিয়ে লক্ষ্মী পুজো করছেন এটা দেখে আরও ভালো লাগল। আগামী দিনে তাঁদের আরও উন্নতি হোক এই কামনাই করি। এদিকে এদিন পুজো দেখতে যান ব্লক তৃণমূলের সহ সভাপতি গৌতম ভট্টাচার্য, অঞ্চল সভাপতি জাহাঙ্গির শেখ বলেন, মহিলাদের স্বতঃস্ফূর্ততাই বলে দিচ্ছে তাঁরা কতটা খুশি হয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারে তাঁদের কতটা উপকার হচ্ছে। এর থেকে বেশি আমাদের আর কী বলার আছে। বাংলার দিদি সবার জন্য চিন্তা করেন। এরজন্যই তিনি আমাদের সবার দিদি। এদিন লক্ষ্মী পুজো ঘিরে উৎসবের চেহারা নেয় আস্তেকুড়ি গ্রামে। ঠিক যেন শারদীয়া লক্ষ্মী পুজোর স্বাদ পাচ্ছেন গ্রামের লক্ষ্মীরা। • নিজস্ব চিত্র

19th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ