বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

‘বিজেপির গোয়ালে চোর-ডাকাতও সাধু’

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। ছড়া, কার্টুন, ব্যঙ্গবিদ্রূপে দেওয়াল ভরে উঠছে। জমে গিয়েছে ভোটের প্রচার। তৃণমূলের প্রার্থী মিতালী বাগের সমর্থনে দেওয়াল লিখনে একাধিক ব্যঙ্গচিত্র ও ছড়া উঠে এসেছে। সেইসব ছড়া ও কার্টুনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও শাসকদল বিজেপিকে নিশানা করা হয়েছে। পিছিয়ে নেই বিজেপিও। সিপিএমও দেওয়াল ভরাচ্ছে ব্যঙ্গবিদ্রূপে। ভোটের ছড়া, স্লোগান ইতিমধ্যেই সাধারণ মানুষের নজর কাড়ছে। তৃণমূলের দেওয়াল লিখনে কোথাও উঠে এসেছে, ‘কালো টাকা সাদা হল, নোট বন্দির আড়ালে, চোর ডাকাত সাধু হল বিজেপির গোয়ালে।’ বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে লেখা দেওয়াল লিখনগুলিও নজর কাড়ছে। শহরের সদর বাজার এলাকার একটি দেওয়ালে উঠে এসেছে পরিচিত গানের কলি, ‘নানা ভাষা নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান’। 
‘ধর্মীয় উন্মাদনা আধুনিক দেশ গঠনের অন্তরায়।’ ‘ধর্ম যার যার, উন্নয়ন সবার।’ আবাস যোজনা ও একশো দিনের কাজের টাকা আটকে দেওয়া ও মূল্যবৃদ্ধি নিয়েও তৃণমূল লাগাতার প্রচার চালাচ্ছে। দেওয়াল লিখনেও সে কথা উঠে এসেছে। ‘রাজনৈতিক অবরোধ করে বাংলার বিভিন্ন প্রকল্প বন্ধ করার চক্রান্ত ব্যর্থ করুন।’ ‘সব্জি থেকে রান্নার তেল, নিত্যপণ্যের আগুন দাম, দেশবাসীর পকেট কাটতে, মূল্য বাড়ছে বেলাগাম।’ পথচলতি মানুষের নজর কাড়ছে এইসব ছড়াও।
অন্যদিকে বঙ্গ বিজেপির এবারও প্রধান ভরসা নরেন্দ্র মোদি। পদ্ম শিবিরের দেওয়াল লিখনে তাঁকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। পদ্ম আঁকা দেওয়ালে ফুটে উঠেছে, ‘বঙ্গে আসছে মোদির রথ, এবার ভাঙবে দিদির রথ, বিজেপি তাই দেখাবে পথ, বঙ্গে বইবে মোদির ঝড়।’ 
আরামবাগে সিপিএমের প্রার্থীর নাম ঘোষণা না হলেও দলের বক্তব্য তুলে ধরা হয়েছে দেওয়াল লিখনে। দলের লাইন মেনেই তাদের দেওয়াল লিখন, ‘লড়াই থামাও, ভুখা পেটে খাবার দাও, সব হাতে কাজ দাও।’ ভোট প্রচারে ছড়ার গুরুত্ব কমেনি বলেই রাজনৈতিক দলগুলো মনে করছে। আরামবাগে তৃণমূলের কর্মীরা নিজেরাই রং তুলি হাতে দেওয়াল লিখনে প্রচারে ঝড় তুলছেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও প্রচার চলছে। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় বলেন, সারাদিন জনসংযোগ কর্মসূচি, কর্মী সম্মেলন চলছে। তারমাঝে সময় পেলেই দলের কর্মীরা দেওয়াল লিখনের কাজে নেমে পড়ছেন। ভোটের প্রচারে ছড়া, স্লোগান মানুষকে প্রভাবিত করে। সিপিএম নেতা শান্তিমোহন সরকার বলেন, আরামবাগ শহর সহ গ্ৰামীণ এলাকায় আমাদের হাজারের বেশি দেওয়াল লেখা হয়ে গিয়েছে। গণতন্ত্র, বহুত্ববাদ রক্ষা, কর্মসংস্থান ও দুর্নীতি ইত্যাদি বিষয় তুলে ধরা হচ্ছে। মানুষের মধ্যে তা প্রভাবও ফেলছে। পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ বলেন, জনসংযোগ কর্মসূচি থেকে দেওয়াল লিখন সবেতেই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। পাল্টা আমাদেরও প্রচার চলছে। তৃণমূল দলটাই এখন ব্যঙ্গচিত্রে পরিণত হয়েছে। দেওয়াল লিখনে সেটা তুলে ধরা হচ্ছে।  এই দেওয়াল লিখনকে ঘিরে এখন জোর চর্চা আরামবাগে। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র

29th     March,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ