বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

গোঁসা ছেড়ে আবু তাহেরের সমর্থনে প্রচারে নামলেন নিয়ামত শেখ

সংবাদদাতা, বহরমপুর: অবশেষে হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের ‘গোঁসা’ ভাঙল। রাজ্য নেতৃত্বের নির্দেশে বুধবার থেকে নিজের বিধানসভা এলাকায় দলীয় প্রার্থী আবু তাহের খানের সমর্থনে প্রচারে ঝাঁপালেন। বুধবার নিজের এলাকায় দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করেন। এদিন বিধায়ক নিয়ামত শেখ ও আবু তাহের খান একাধিক দেওয়ালে ঘাসফুল প্রতীক আঁকলেন। বিধায়কের কাঁধে ভর দিয়ে হাঁটলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান। আবু তাহের খান বলেন, আমাদের বড় ভাই (নিয়ামত শেখ) পাশে আছেন। তাই হরিহরপাড়া নিয়ে আমরা কোনও চিন্তা করছি না। হরিহরপাড়ার মানুষের সমর্থন আমাদের দিকেই থাকবে।
হুয়ায়ুন কবীর রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রার্থী নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। কিন্তু সুর নরম করতে হুমায়ুন বেশি সময় নেননি। প্রচারের প্রথম দিনই ইউসুফের পাশে দাঁড়িয়ে গলা ফাটিয়েছেন। নিয়ামত শেখ সংবাদ মাধ্যমের সামনে বিদ্রোহ ঘোষণা করেননি। কিন্তু তাঁর অভিমান বুঝিয়ে দিয়েছিলেন। রাজ্য নেতৃত্ব হরিহরপাড়ার বিধায়কের নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে নামার নির্দেশ দেয়। গত রবিবার শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পরই নিয়ামত সাহেব অভিমান ঝেড়ে ফেলে দিয়েছেন। বুধবার নিজের এলাকায় দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করলেন। রং তুলি হাতে নিয়ে ঘাসফুল প্রতীকও আঁকলেন। নিয়ামত শেখ বলেন, এখন রমজান মাস চলছে। তাই বড় সভার দিকে যাব না। ছোট ছোট কর্মী বৈঠক করব। হরিহরপাড়ার মানুষের কাছে তৃণমূলকে বিপুল সমর্থনের আবেদন করব। মানুষ আমাদের পাশে আছে।

28th     March,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ