বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বর্ধমানের তালিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, জখম ১

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের তালিতে বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায়। অর্ণব সেন নামে এক তৃণমূল কর্মী জখম হয়েছেন। তাঁর মাথায় আঘাত লেগেছে। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, তালিত রেলগেটের কাছে তাঁকে একা পেয়ে মারধর করা হয়। জয় শ্রীরাম আওয়াজ তুলে হামলা চালানো হয়। বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। রং খেলা নিয়ে গ্রামের দু’দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, রং খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। রাতে তারা সংঘর্ষে জড়িয়ে যায়।
বুধবার দুপুরে জখম তৃণমূল কর্মীকে দেখতে যান দলের প্রার্থী কীর্তি আজাদ। তাঁর সঙ্গে ব্লকের অন্যান্য নেতারাও ছিলেন। তিনি বলেন, বিজেপি এরকম গুণ্ডামি করলে আমরা চুপ করে বসে থাকব না। ওদের প্রার্থী উল্টোপাল্টা বক্তব্য রাখছেন। উস্কানি দিচ্ছেন। আমাদের কর্মীকে ওরা পরিকল্পনা করে মারধর করছে। রড দিয়ে পেটানো হয়েছে। বিজেপি রক্তের হোলি খেলতে চাইছে। এসব চলবে না। কীভাবে জবাব দিতে হয় সেটা আমরাও জানি। কিন্তু আমরা অশান্তি চাই না। তৃণমূল নেতা সুধীররঞ্জন সাউ বলেন, তৃণমূল এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। বিজেপি মারধরে বিশ্বাসী নয়। সেটা করলে ২০১৯সালের পর তৃণমূল বর্ধমানে থাকত না। তালিতে রং খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। তৃণমূল অপপ্রচার করছে। এসব যত করবে ওরা ততই পিছিয়ে পড়বে। 

28th     March,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ