বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কাঁকসায় যুব তৃণমূল কর্মীকে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিস

সংবাদদাতা, মানকর: কাঁকসার গোপালপুরে যুব তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসকে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিস। বুধবার ধৃত দম্পতি শম্ভু দাস ও তার স্ত্রী পূর্ণিমা দাসকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিস। এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য কড়া পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন। ওই রাতে হাতের কাছে থাকা বেসবলের ব্যাট দিয়ে আঘাত করা হয় পবিত্রকে। পুলিস সেই ব্যাট, ধৃত পূর্ণিমার জুতো ও একটি ফোন উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত ২০ মার্চ সকালে এলাকার বাসিন্দা সুদের কারবারি শম্ভুর বাড়ির সামনে থেকে সংজ্ঞাহীন অবস্থায় বছর ছাব্বিশের যুবক পবিত্রকে উদ্ধার করা হয়। স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপরেই উত্তেজিত জনতা শম্ভুর বাড়ি ভাঙচুর চালায়। বাড়ির সামনে থাকা একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, সেই রাতে বচসা থেকে শম্ভুর সঙ্গে পবিত্রর হাতাহাতি হয়। তারপরই হাতের কাছে থাকা একটি বেসবলের ব্যাট দিয়ে পবিত্রকে মারা হয়। কিন্তু কেন খুন? জানা গিয়েছে, অভিযুক্ত শম্ভু বন্ধকী কারবার করত। চড়া সুদে টাকা দিত। এমনকী, ৩০ শতাংশ হারেও সে টাকা খাটাত বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। কেউ সুদের টাকা দিতে না পারলেই অত্যাচার করা হতো। অভিযোগ এলাকায় তার প্রভাব থাকায় অবৈধ কারবারের চক্র চালালেও কেউ প্রতিবাদ করার সাহস পেত না। কিন্তু পবিত্র খুন হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ আছড়ে পড়ে। খুনের কারণ হিসেবে আরও একটি বিষয় সামনে এসেছে। শম্ভুর ছেলের বন্ধু ছিলেন পবিত্র। শম্ভুদের বাড়িতে পবিত্রর যাতায়াত ছিল। সেই সূত্রে সম্পর্কের টানাপোড়েনে খুন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। কাঁকসার এসিপি সুমন জয়সওয়াল বলেন, খুনে ব্যবহৃত ব্যাটটি বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যাট দিয়েই মেরেছে বলে অভিযুক্তরা দেখিয়েছে। ধৃত দম্পতি ছাড়া অন্য কেউ খুনে যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। খুনের কারণ জানতে তদন্ত চলছে।  নিজস্ব চিত্র

28th     March,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ