বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কাটোয়ার প্রতিটি বুথে লিড চাই কর্মীদের বার্তা দিলেন রবীন্দ্রনাথ

সংবাদদাতা, কাটোয়া: ভোটের প্রচারে সমস্ত কর্মীকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রতিটি বুথে লিড চাই। বুধবার বিকেলে কাটোয়ার সংহতি মঞ্চে লোকসভা ভোটের আগে সাংগঠনিক কর্মী বৈঠক হয়। সেখানেই দলের কর্মীদের এই নির্দেশ দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শুক্রবার কাটোয়া বিধানসভাজুড়ে দলের প্রার্থীর নানা কর্মসূচি রয়েছে। সেখানে কর্মীদের অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথবাবু বলেন, দলের প্রচারে অংশ নেওয়ার জন্য সমস্ত কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। দলের প্রার্থীকে জেতাতে হবে। 
জানা গিয়েছে, এদিন কাটোয়া বিধানসভার দলের পদাধিকারী নেতা-কর্মীদের ডাকা হয়েছি। সেখানে প্রার্থী শর্মিলা সরকারের প্রচারের রূপরেখা তৈরি করা হয়। আগামী ২৯মার্চ কাটোয়া শহরের গৌরাঙ্গ মন্দিরে পুজো দেবেন প্রার্থী। তারপর তাঁর রোড-শো রয়েছে। তাই কোন জায়গায় কর্মীরা কীভাবে থাকবেন তার রূপরেখা তৈরি করে দেওয়া হয়। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়, রাজ্য সরকারের সমস্ত কর্মসূচি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে প্রচার করতে হবে। কর্মীদের সবার বাড়ি যেতে হবে। বিরোধীদের কুৎসা বা অপপ্রচারের পাল্টা প্রচার করতে হবে। যাতে মানুষের মধ্যে বিভেদে না সৃষ্টি হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। 
গত বিধানসভা নির্বাচনে কাটোয়ায় তৃণমূল জয়ী হলেও মার্জিন অনেকটা কম ছিল। তাই প্রতিটি বুথস্তরে যাতে দলের প্রার্থী লিড পান সেব্যাপারে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ছোট ছোট দলে ভাগ হয়ে কর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার চালাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কাটোয়া শহর যুব তৃণমূল সভাপতি বিজয় অধিকারী বলেন, জেলা সভাপতির নির্দেশমতো দলের কাজ করব। দলের প্রার্থীকে জেতাতে প্রচার করা হবে।  নিজস্ব চিত্র

28th     March,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ