বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বেথুয়াডহরিতে ঝাঁঝ নেই গেরুয়া শিবিরের
পঞ্চায়েতে ভোটে এবার ত্রিমুখী লড়াই

সংবাদদাতা, কৃষ্ণনগর: কংগ্রেস, তৃণমূল ও বিজেপির ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে বেথুয়াডহরি-১ পঞ্চায়েতের ভোট। এই পঞ্চায়েতে বিজেপির সংগঠন নড়বড়ে হতে তিন দলের মধ্যে জোরদার লড়াই হচ্ছে। এবার বেথুয়াডহরি-১ পঞ্চায়েতের আসন সংখ্যা বেড়ে ২৯ হয়েছে। মূলত উদ্বাস্তু, সংখ্যালঘু ভোটার বেথুয়াডহরি-১ পঞ্চায়েতে। গত পঞ্চায়েত ভোটে বিজেপির ঝাঁঝ থাকায় তারা ১৭টি আসন জিতেছিল। কিন্ত তাদের দলের প্রধানের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ ওঠে। এর বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়। তাদের সঙ্গে বিজেপির একাংশ জোট বেঁধে অনাস্থা ভোটে হারিয়ে দেন বিজেপির মনোনীত প্রার্থীকেই। মাত্র ৩টে আসন জেতা কংগ্রেস দল থেকে এই পঞ্চায়েতের প্রধান হন পুলক সিংহ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ও সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস বেথুয়াডহরি- ১ পঞ্চায়েতে তাদের শক্তি বৃদ্ধি করেছে। নদীয়ায় কংগ্রেসের দখলে থাকা কয়েকটি পঞ্চায়েতের মধ্যে বেথুয়াডহরি-১ পঞ্চায়েতে কাজ করার সুনাম রয়েছে। রাস্তা, ড্রেন যাবতীয় নির্মাণ কাজ হয় রাস্তার উপর সিসি ক্যামেরা রেখে। রাস্তা, উঁচু বাতিস্তম্ভ, আলো লাগানো থেকে মানুষের সুবিধার্থে বহু কাজ এই পঞ্চায়েতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারপরও অবশ্য কংগ্রেস সমস্ত আসনে এখানে প্রার্থী দিতে পারেনি। ১টি নির্দল নিয়ে ১৯টি আসনে প্রার্থী দিয়েছে। ৬টা আসনে সিপিএম প্রার্থী দিয়েছে। এর মধ্যে ৩টে আসনে সিপিএম কংগ্রেসের বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে। অথাৎ সিপিএম-কংগ্রেস মিলিত হয়েও ৪টে আসনে প্রার্থী দিতে পারেনি। এই পঞ্চায়েতে ২৬  হাজারের বেশি ভোটার আছে। ব্যবসাদারই বেশি। রয়েছে চাকরিজীবী ও কৃষিজীবী মানুষ। এই পঞ্চায়েতে কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাই শক্তিশালী হওয়ায়, হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে রাজনৈতিক মহলের মত। তাই কোথাও বিজেপির সঙ্গে, কোথাও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে। কংগ্রেস নেতা পুলক সিংহ বলেন, যে উন্নয়নের কাজ হয়েছে তাতে মানুষ খুশি। এখানে বিজেপির সেই হাওয়া নেই। ঠিক ঠাক ভোট হলে পঞ্চায়েত আমরা পাব। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কমলেশ বিশ্বাস বলেন, গত পঞ্চায়েত ভোটে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে এতটাই জীর্ণ ছিল যে ন্যূনতম পরিষেবাটুকু দিতে পারেনি। এবার কংগ্রেসও সমস্ত আসনে প্রার্থী দিতে পারেনি। মানুষ বুঝেছে কাউকে ভোট দিয়ে কিছু হবে না। উন্নয়ন কর‍তে হলে তৃণমূলকে ভোট দিতে হবে। এখন তৃণমূল এখানে শক্তিশালীও। বিজেপি নেতা বিকাশ বিশ্বাস বলেন, আমরা গত বছর আশানুরূপ ফল করেছিলাম। কিন্তু  ঠিকঠাক প্রার্থী নির্বাচন করা হয়নি। তাই অনেকে গদ্দারি করেছিল। এবার সংগঠন শক্তিশালী করা হয়েছে। মানুষের কাছে আমরা সেই ভুলের কথা বলছিও। তাই আমরাই পঞ্চায়েত পাব।

4th     July,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ