বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

দুর্গাপুর ইএসআই হাসপাতালে অক্সিজেনের
অভাবে এক রোগীর মৃত্যুর অভিযোগ

 

সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর ইএসআই হাসপাতালে অক্সিজেনের অভাবে সোমবার এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতার নাম বাদলি কর্মকার(৬৪)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার মকুটমণিপুরে। মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বাদলিদেবীর। ক্ষুব্ধ রোগীর পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদলিদেবী হৃদরোগ ও শ্বাসকষ্ট নিয়ে  শনিবার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসক অন্য হাসপাতালে স্থানান্তরিত করার জন্য জানান। এরপরেই এদিন দুপুরে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তাঁকে তোলা হয়। পরিবারের দাবি, সেই সময় বাদলিদেবীর শ্বাসকষ্ট বাড়ে। পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধ করেন। মৃতার ছেলে ধনঞ্জয় কার্মকার বলেন, হাসপাতালের কর্মীরা প্রথমে একটি অক্সিজেন সিলিন্ডার দেয়। সেটিতে অক্সিজেন ছিল না। ফের একটি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়, তাতেও অক্সিজেন ছিল না। সেই মুহূর্তে অক্সিজেনের অভাবে আমার মায়ের মৃত্যু হয়। হাসপাতালের সুপার দীপাঞ্জন বক্সি বলেন, একটা অভিযোগ এসেছে। সমস্ত বিষয়টি তদন্ত সাপেক্ষ।

29th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ