বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

গুসকরায় কালীপুজোর বিসর্জন ঘিরে
দু‌ই পুজো কমিটির সংঘর্ষ, পথ অবরোধ

 

সংবাদদাতা, কাটোয়া:  গুসকরা শহরে কালীপুজোর বিসর্জন ঘিরে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় দু’ একজন অল্পবিস্তর জখম হন। রবিবার রাতে দুই পুজো কমিটির মধ্যে মারপিটের পর সোমবার সকালে গুসকরা বালিকা বিদ্যালয়ের সামনের  রাস্তার  মোড়ে পথ অবরোধ শুরু করে এক পুজো কমিটি। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তিনজন মহিলা সহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ দিন আগে অগ্রহায়ণ মাসের অমাবস্যা উপলক্ষে কালীপুজো হয়। গুসকরা শহরে চোঙদার পুকুর পাড় এলাকা ও পুরোনো ফাঁড়ির সামনে নিয়ে দুটি পুজো কমিটি প্রতিবছর কালীপুজোর আয়োজন করে।  ওইদিনই তাদের পুজো হয়। রবিবার ছিল প্রতিমা বিসর্জন। গুসকরা বালিকা বিদ্যালয়ের সামনে পুকুরে দুই কমিটির প্রতিমা বিসর্জনের সময় দু› পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপরেই মারপিট লেগে যায়। ঘটনার খবর পেয়ে পুলিস গিয়ে মারপিট থামায়। কয়েকজন আবার পুলিস দেখেই পালিয়ে যায়। জখমদের প্রাথমিক চিকিৎসাও করানো হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, বিসর্জন ঘিরে দু’পক্ষের কিছু সদস্যদের মধ্যে প্রথমে বচসা হয়। সেখান থেকেই যে মারপিটে জড়াবে তা ঘুণাক্ষরেও টের পাইনি। এদিকে মারপিটের সময়ই পুলিস কয়েকজনকে আটক করে গুসকরা পুলিস ফাঁড়িতে নিয়ে আসে। এরপরেই এদিন চোঙদার পুকুর পাড় এলাকার বেশ কয়েকজন বাসিন্দা  আসেন। তাঁদের মধ্যে আবার কয়েকজন মহিলাও ছিলেন। এরপরেই তাঁরা ওই রাস্তার মোড়ে পথ অবরোধ শুরু করেন। তাঁদের দাবি, পুলিস শুধুমাত্র একপক্ষের লোকজনদের আটক করেছে। অবিলম্বে তাদের ছেড়ে দিতে হবে। ঘটনার সময় তুমুল বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বাসিন্দাদের একাংশ বলেন, যারা দোষ করল পুলিস তাদের না ধরে নিরাপরাধদের ধরেছে। পুলিস গিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে তাড়া করে। এরপরেই বিক্ষোভ উঠে যায়। এদিকে পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। 
যদিও এদিন সন্ধ্যে পর্যন্ত থানায় কোনও পক্ষই লিখিত অভিযোগ জমা দেয়নি বলে জানা গিয়েছে। তবে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিস।

29th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ