বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

নিখোঁজ শিশুর সন্ধানে ড্রোন, স্নিফার 
ডগ এলেও মেলেনি সন্ধান, অবরোধ

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: নিখোঁজ শিশুকে খুঁজে পেতে আনা হয় ড্রোন। সেই সঙ্গে দু’টি স্নিফার ডগ এনে এলাকায় তন্নতন্ন করে খোঁজাখুঁজি করে পুলিস। কিন্তু চারদিন কেটে গেলেও মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার নেপুরার পাঁচ বছরের অরণ্য মাঝিকে খুঁজে পেতে ব্যর্থ পুলিস। এনিয়েই বিক্ষোভ ও অবরোধে উত্তাল হয়ে উঠল এলাকা। 
গত বুধবার বাড়ির সামনেই খেলছিল রমেশ মাঝি ও অমৃতা মাঝির পুত্র অরণ্য। শিশুটির জেঠিমাকে দেখভালের দায়িত্ব দিয়ে স্নান করতে গিয়েছিলেন অমৃতাদেবী। কিন্তু মায়ের চোখের আড়াল হওয়ার ১০ মিনিটের মধ্যেই উধাও হয়ে যায় শিশুটি। আশপাশের সমস্ত জায়গা তল্লাশি করেন গ্রামবাসীরা। বুধবার পুলিস এসেও খোঁজাখুঁজি করে, সবাইকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সন্দেহজনক বিশেষ কিছুই পাওয়া যায়নি। এদিকে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শনিবার সকাল থেকেই মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। হাতে পোস্টার নিয়ে রাস্তার উপর বসে পড়েন মহিলারা। এরফলে রাস্তা পুরোপুরি বন্ধ যায়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হল বিপুল পুলিস বাহিনী। ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিস সুপার পিনাকী দত্ত, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত। তাঁরা কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন। যদিও তাতে বরফ গলেনি। এরপর তল্লাশির জন্য দু’টি স্নিফার ডগ নিয়ে আসে পুলিস। আনা হয় ড্রোনও। তারপরই অবরোধ তোলেন স্থানীয়রা। 
বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ নিখোঁজ অরণ্যের অনুসন্ধানে গুড়গুড়িপাল থানা সেইভাবে পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পরিবারের ও গ্রামবাসীদের। অতিরিক্ত পুলিস সুপার বলেন, শিশুটিকে খুঁজে পেতে আমরা সবরকম চেষ্টা করেছি। অল্প সময়ের মধ্যে শিশুটি কোথাও কীভাবে উধাও হল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শিশুটির পরিবারের লোকেদের ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তদন্তকারীদের দাবি, শিশুটিকে যদি কেউ নিয়ে গিয়ে থাকে, তাহলে সে শিশুটির পরিচিত কেউই হবে। অপরিচিত কেউ নিয়ে গেলে শিশুটির চিৎকারের আওয়াজটুকুও কী শুনতে পেত না কেউ?  নিজস্ব চিত্র

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ