বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

সৌমিত্রর রাজ্য ভাগের দাবি দলের
অবস্থান নয়: সাংসদ সুভাষ সরকার

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সৌমিত্র খাঁয়ের রাজ্য ভাগের দাবি দলের অবস্থান নয়। এটা তাঁর ব্যক্তিগত মতামত। আমি দলের অবস্থানের সঙ্গে আছি। মঙ্গলবার এমনটাই জানালেন বাঁকুড়ার সংসদ সদস্য তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। উল্লেখ্য, গত সোমবারই বিষ্ণুপুরে বিজেপির সংসদ সদস্য সৌমিত্র খাঁ বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বীরভূম, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলাগুলিকে নিয়ে জঙ্গলমহল রাজ্য গঠনের দাবি তোলেন। বাঁকুড়ার জঙ্গলমহল বলে পরিচিত সিমলাপাল, সারেঙ্গা, রাইপুর ও রানিবাঁধ ব্লকগুলি সুভাষবাবুর নির্বাচনী কেন্দ্রের অধীনে। যদিও সুভাষবাবু যে এমনটা চান না, তা তাঁর কথাতেই স্পষ্ট হয়েছে। সুভাষবাবু বলেন, দলীয় অবস্থানের পক্ষে আমি সবসময় থাকব। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমি দল ও সরকারের অবস্থানের সঙ্গেই থাকব। তাঁর দাবি, একাংশকে নিয়ে রাজ্য হয় না। কেউ যদি মিডিয়ার সামনে এমনটা বলে থাকেন তাতে আমার কিছু বলার নেই। সৌমিত্রবাবু সেই ভাবেই বলেছেন কি না, তা বলতে পারব না। স্কুলছুট নিয়ে সংবাদ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে সুভাষবাবু এদিন বলেন, ২০২১-’২২ আর্থিক বর্ষের তথ্য অনুযায়ী রাজ্যে ১১টি জেলায় স্কুল ছুট ১৫ শতাংশের উপরে। রাইপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, সৌমিত্র তাঁর নিজের দলের কাছেই অপ্রাসঙ্গিক। তাঁর দাবি দলই মানছে না। এর থেকেই বোঝা যায়, তিনি দল থেকেও বঞ্চিত।

25th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ