বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কোপাইয়ের জলের তোড়ে শিহালাইয়ে
ভাঙল বাঁশের সেতু, বিপাকে বাসিন্দারা

সংবাদদাতা, বোলপুর: জলের তোড়ে ভেসে গেল শান্তিনিকেতনের শিহালাই গ্রামের অস্থায়ী বাঁশের সেতু। ফলে লাগোয়া পাঁচ-ছ’টি গ্রামের বাসিন্দাদের প্রায় ১০কিমি ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। প্রতি বছর নদীর জলের তোড়ে ভেসে যায় অস্থায়ী সেতু। তাই সেখানে স্থায়ী সেতুর দাবি দীর্ঘদিনের। এই দাবিতে বিধানসভা ভোট বয়কটেরও ডাক দিয়েছিলেন এলাকার বাসিন্দারা। 
শিহালাই গ্রামের অধিকাংশই কৃষিজীবী। বোলপুর, শান্তিনিকেতন সহ লাগোয়া এলাকার যাতায়াতের জন্য তাঁরা ওই অস্থায়ী বাঁশের সেতুটি ব্যবহার করেন। পাশের উত্তর শিহালাই, কুঠিপাড়া, দর্পশিলা, ধরমতলা, মহিষঢাল গ্রামের বাসিন্দাদেরও ভরসা ওই সেতুটি। বোলপুরের বিডিও শেখর সাঁই বলেন, নদীর স্বাভাবিক গতিপথের উপর যে কোনও অস্থায়ী নির্মাণই অবৈধ। শিহালাই থেকে এক কিলোমিটার দূরে গোয়ালপাড়াতেই একটি পাকা সেতু রয়েছে। তাই ওখানে নতুন করে সেতু তৈরির কোনও পরিকল্পনা নেই। 
শিহালাইয়ের বাসিন্দা দেবাশিস গোস্বামী, সনৎ মুখোপাধ্যায় বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে নদীতে জল বাড়ছিল। শুক্রবার রাতে জলের তোড়ে বাঁশের সেতুটি ভেসে যায়। এখন ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।

20th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ