বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, দেড়মাসে নিখোঁজ ২৬ বধূ

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: কখনও কোলের শিশুকে সঙ্গে নিয়ে কখনওবা বাড়িতে রেখে একের পর এক বধূ নিখোঁজ হয়ে যাচ্ছেন। তাঁদের উদ্ধারের পর উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। মোবাইলে আসক্তির কারণে ময়নাগুড়িতে এমন ঘটনা বেশি ঘটছে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব বাড়ছে অপরিচিত যুবকদের সঙ্গে। এরপর সেই বন্ধুর হাত ধরে সংসার ছেড়ে  চলে যাচ্ছেন বধূরা। ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসের ১ তারিখ থেকে মে মাসের ১৬ তারিখ পর্যন্ত ময়নাগুড়িতে ২৬ জন বধূর নিখোঁজ ডায়েরি জমা পড়েছে। যদিও তাঁদের মধ্যে ১০-১২ জনকে উদ্ধার করেছে পুলিস। কী কারণে তাঁরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, তা নিয়ে জিজ্ঞেস করতেই উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় অপরিচিত যুবকদের সঙ্গে পরিচয় থেকে প্রেম! ১৫ মে ময়নাগুড়ি শহরের আনন্দনগরপাড়ার এক বধূ নিখোঁজ হন। পরদিন সেই অভিযোগ জমা পড়ে ময়নাগুড়ি থানায়। বধূর পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন ওই মহিলা।  তাঁর স্বামী ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন। এছাড়াও কিছুদিন আগে আমগুড়ির এক বধূ বাপেরবাড়ি যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে যান। এক্ষেত্রেও ময়নাগুড়ি থানায় অভিযোগ জানান ওই বধূর স্বামী। ময়নাগুড়ির বোলবাড়িতে একই ঘটনা ঘটেছে কয়েকদিন আগে। ওই এলাকার এক বধূ বাজার যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। এ ক্ষেত্রেও বধূর পরিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শুধু গ্রামীণ এলাকা নয়, ময়নাগুড়ি শহর থেকেও বধূ নিখোঁজের অভিযোগ জমা পড়ছে। এবিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, কয়েকজন বধূকে আমরা উদ্ধার করতে পেরেছি। সব ক্ষেত্রেই পরকীয়ার ঘটনা সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় অপরিচিত যুবকের সঙ্গে বন্ধুত্ব, প্রেমের সম্পর্কে জড়িয়ে সংসার ছাড়ছেন বধূরা। আমরা এ বিষয়ে সচেতনতা প্রচার চালাচ্ছি। 

17th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ