বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

চিতাবাঘ খুঁজতে লক্ষ্মীপাড়া চা বাগানে ড্রোন উড়িয়ে জোর তল্লাশি, বসল ট্র্যাপ ক্যামেরা

সংবাদদাতা, বানারহাট: শুক্রবার বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে চিতাবাঘের হানায় দুই শ্রমিক জখমের পর নড়েচড়ে বসল বনদপ্তর। শনিবার দুপুরে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা বাগানের কয়েকটি সেকশনে ড্রোন উড়িয়ে চিতাবাঘের গতিবিধি বোঝার চেষ্টা করেন। চা বাগানের কয়েকটি সেকশনে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়। চিতাবাঘের হানা থেকে বাঁচতে শ্রমিকদের নিয়ে সচেতনতা শিবিরও করা হয়। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জারের নেতৃত্বে চা বাগানে চিতাবাঘের তল্লাশি চলে।
শুক্রবার তিনঘণ্টার ব্যবধানে একই চা বাগানের দুটি সেকশনে চিতাবাঘের হামলায় দুই শ্রমিক জখম হন। এই হামলার পিছনে একাধিক চিতাবাঘ ছিল কি না, তা নিয়ে চা শ্রমিকমহলে জোর চর্চা। সেজন্যই এদিন ড্রোন উড়িয়ে তল্লাশির পাশাপাশি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়। 
লক্ষীপাড়া চা বাগানের অ্যাসিস্টান্ট ম্যানেজার বরুণ অর্জুন বলেন, শনিবার সকালেও বাগানে চিতাবাঘের আনাগোনা নজরে এসেছে। আমাদের আশঙ্কা, বাগানে একাধিক চিতাবাঘ আছে। শুক্রবার যেই দুই সেকশনে চিতাবাঘ হামলা চালিয়েছিল, সেই সেকশন সহ পাশাপাশি সেকশনে ড্রোন ক্যামেরা দিয়ে তল্লাশি চালানো হয়েছে। সেদিনের ঘটনার পর বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকমহলে  আতঙ্ক ছড়িয়েছে। তবে বনদপ্তরের উদ্যোগে কিছুটা আতঙ্ক কমেছে। 
বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস বলেন, শুক্রবারের ঘটনায় আমরাও হতবাক। এদিন বাগানে চিতাবাঘের গতিবিধি বা সংখ্যা জানতে ড্রোনের পাশাপাশি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। এখন চা বাগানে চিতাবাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় আমরাও সতর্ক রয়েছি। শ্রমিকদের ভয় কমাতে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। সচেতনতা শিবিরের আয়োজন করেছি। চা বাগানে আরওএকটি খাঁচা পাতার ব্যবস্থা করা হচ্ছে।

12th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ