বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জলপাইগুড়ির কোনও পড়ুয়া নেই মেধা তালিকায়, হতাশ জেলাবাসী

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উচ্চ মাধ্যমিকেও  মেধা তালিকায় নাম উঠল না জলপাইগুড়ির। বজায় থাকল মাধ্যমিকের ধারা। শুধু তাই নয়, সার্বিক পাশের হারের তালিকায় রাজ্যের ২৩টি জেলার মধ্যে সর্বশেষ স্থান জেলা জলপাইগুড়ির। উচ্চ মাধ্যমিকে জেলার সার্বিক পাশের হার মাত্র ৮২.৩৮ শতাংশ। জেলার মোট পরীক্ষার্থী ১৭ হাজার ৭১৯ জনের মধ্যে পাশ করেছেন ১৪ হাজার ৫৯৭ জন। জেলার এই ফলাফল নিয়ে যেমন শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া, অভিভাবকদের মধ্যে একরাশ আক্ষেপ রয়েছে, তেমনই আগামীতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শোনা গেল অনেকের মুখে। কেন এমন হতাশাজনক ফল? তারও কিছু কারণ উঠে এসেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মুখে। শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও প্রকাশ করা হয়েছে গভীর উদ্বেগ। কেউ বলছেন  চা বাগান, বনবস্তি সহ জেলার বিস্তীর্ণ গ্রামাঞ্চলের অনেক পরীক্ষার্থী প্রথম প্রজন্মের পড়ুয়া। ফলে পাশের হার তলানিতে। জেলার সার্বিক ফলের নিরিখে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৪৫৫২ জন।  
সার্বিক পরিস্থিতি নিয়ে সুনীতিবালা সদর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা দাস বলেন, গতবারও  আমাদের স্কুলের ফল ভালো ছিল। মেধা তালিকাতেও নাম ছিল। কিন্তু এবার নেই। তিনি বলেন, মাধ্যমিকের পর অনাবশ্যকভাবে বিজ্ঞান নিয়ে পড়তে হবে, অভিভাবক ও পড়ুয়া উভয়ের এমন চিন্তাধারায় সার্বিকভাবে ফল খারাপ হচ্ছে। সেইসঙ্গে একাদশ শ্রেণি থেকে অনেক পড়ুয়ার স্কুলে ক্লাস করার প্রবণতা কমছে। তাতেও পড়ুয়াদের বিপদ বাড়ে। দেখা গিয়েছে, যেসব পড়ুয়াদের স্কুলে উপস্থিতির হার বেশি, তাঁদের ফল তুলনামূলকভাবে ভালো হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনর অঞ্জন দাস বলেন, চা বাগান, বনবস্তি সহ জেলার বিস্তীর্ণ গ্রামাঞ্চলের অনেক পরীক্ষার্থী প্রথম প্রজন্মের পড়ুয়া। ফলে পাশের হার তলানিতে নেমেছে। তবে তাঁর আশা, মেধা তালিকায় না থাকা বা পাশের হার ভালো না হওয়ার সমস্যা আগামীতে কাটিয়ে ওঠা যাবে। 

10th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ