বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

৪৬৩ নম্বর পেয়ে মেখলিগঞ্জের নাম উজ্জ্বল করলেন ঝর্ণা বর্মন

রামকৃষ্ণ বর্মন. মেখলিগঞ্জ: উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে মেখলিগঞ্জের নাম উজ্জ্বল করলেন কোচবিহারের ১৬৪ নম্বর গোপালপুরের বাসিন্দা ঝর্ণা বর্মন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৬৩। উছলপুকুরি কৃষক উদ্যোগ হাইস্কুলের ছাত্রী ঝর্ণা বাংলায় ৯২, ইংরেজিতে ৯৬, ইতিহাসে ৮৪, দর্শনে ৯৯ এবং সংস্কৃতে পেয়েছেন ৯২। শতাংশের হিসেবে ঝর্ণা পেয়েছেন ৯২.৬। মেয়ের রেজাল্টে খুশি বাবা কৃষ্ণ বর্মন ও মা সারথি বর্মন। তবে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতদরিদ্র দম্পতি। 
ঝর্ণারা দুই ভাই ও দুই বোন। দাদা বিক্রম ভুটভুটি চালিয়ে রোজগার করেন। বাবা দিনমজুর। সামান্য আয়ে ঝর্ণার দিদি পায়েল বর্তমানে বিএড পড়ছেন। ছোট ভাই সুরজিৎ দশম শ্রেণির পড়ুয়া। তাঁদের টিনের চালের বাড়ি। অভাব নিত্যসঙ্গী। কিন্তু এই অভাবকে ডিঙিয়ে ইংরেজিতে অনার্স নিয়ে পড়ে শিক্ষকতা করার ইচ্ছে ঝর্ণার। তাঁর এই রেজাল্টে খুশি শিক্ষক-শিক্ষিকারাও। স্কুলের প্রধান শিক্ষক সুশান্তকুমার দে বলেন, ঝর্ণাই এবার উচ্চ মাধ্যমিকে স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। খুবই দরিদ্র পরিবারের মেয়ে ও। বাবা দিনমজুর। মেয়ের জন্য সেভাবে প্রাইভেট টিউটর রাখতে পারেননি। আমরা চাই, নিজের স্বপ্নপূরণ করে পরিবারের পাশে দাঁড়াক ঝর্ণা। বাবা কৃষ্ণ বর্মন বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে বসে বলেন, মেয়েকে আর পড়ানোর সামর্থ্য নেই। সেকথা মেয়েকে জানিয়েছি। কিন্তু মেয়ে আরও পড়তে চায়। কী করে মেয়ের পড়ার খরচ জোগাড় করব, সেই চিন্তাতেই এখন অস্থির হয়ে পড়েছি।  নিজস্ব চিত্র

10th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ