বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

সকাল থেকেই ভোটের লাইনে ভিড় মহিলাদের

উমার ফারুক, হরিশ্চন্দ্রপুর: তৃতীয় দফায় মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে মঙ্গলবার বুথে বুথে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার বিভিন্ন বুথে দেখা গেল সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন মহিলারা। সময় যত গড়িয়েছে মহিলাদের লাইন তত লম্বা হয়েছে। উৎসবের মেজাজে এদিন ভোট দিলেন মহিলারা। যা দেখে তৃণমূল নেতৃত্বের মুখে চওড়া হাসি। বুথে বুথে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব বলেই দাবি তৃণমূলের। যদিও বিজেপির দাবি মহিলাদের ভোট মোদিজির উন্নয়নের পক্ষে। রাজ্যে নারী সুরক্ষা আশঙ্কাজনক অবস্থায় তৃণমূলের শাসন আমলে। তাই মহিলারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে বলে দাবি কংগ্রেসের।
হরিশ্চন্দ্রপুর বিধানসভার ১৫৯ নম্বর ডাহুয়া প্রাথমিক বিদ্যালয় বুথে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৮০০ ভোট পোল হয়েছে। তার মধ্যে ৪৪২ জনই মহিলা। এই বুথে সেলিনুর খাতুন, শান্তি সিংহ, ললিতা সিংহ প্রমুখ মহিলা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে বাড়ি ফিরে গিয়েছেন। পাশের  বুথ ১৫৮ ডাহুয়া প্রাথমিক বিদ্যালয় বুথের মোট ভোটার সংখ্যা ৭২০ জন। দুপুর পর্যন্ত ৩৬৮টি ভোট পোল হয়েছে। তারমধ্যে মহিলা ২০৮ জন ও পুরুষ ১৬০ জন। দুপুর পর্যন্ত ১৬২ নম্বর লতাসি প্রাথমিক বিদ্যালয় বুথে ভোট পোল হয় ৬১৯টি। তারমধ্যে মহিলা ভোট ৩৪৬টি ও পুরুষ ভোট ২৭৩টি। দুপুরের পর আবার লম্বা লাইন হয় মহিলাদের। কড়িয়ালি প্রাথমিক বিদ্যালয়ের ১৮২, ১৮৩ এবং ১৮৪ নম্বর বুথেও মহিলাদের ভোট বেশি পোল হয়েছে। মশালদহ গণপত রায় হাইস্কুলের ১৮৫ এবং ১৮৬ নম্বর বুথেও মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মশালদহের বাসিন্দা পিঙ্কি মণ্ডল, রিজওয়ানা বিবি প্রমুখ বলেন, আমরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে স্বতঃস্ফূর্তভাবে বুথে এসেছি। 
মোহনপুর এসএসকে ১৮৯ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার শাহনুর আলম বলেন, সকাল থেকেই মহিলাদের ভিড় বাড়তে থাকে। দুপুর পর্যন্ত ভোট পোল হয়েছে ৬৪৪টি। তারমধ্যে মহিলা ৩৪০ জন। এই বুথের ভোটার মশালদহ অঞ্চলের তৃণমূলের প্রাক্তন প্রধান নিলুফার ইয়াসমিন বলেন, গ্রামের মহিলারা রাজ্য সরকারের উন্নয়নে মুগ্ধ হয়ে ভোট দিয়েছেন। মালদহ বিধানসভার মঙ্গলবাড়ির গৃহবধূ ছবি চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের  উন্নয়নের পক্ষে ভোট দিতেই বুথে এসেছি। এবিষয়ে হরিশ্চন্দ্রপুর-১(বি) ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন বলেন, রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মধ্যে সাড়া ফেলেছে। তারই প্রভাব বুথে বুথে দেখা গিয়েছে। যদিও এপ্রসঙ্গে বিজেপির উত্তর মালদহের মহিলা মোর্চার সভানেত্রী ছন্দা চৌধুরী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার, চাকরি চুরির নাকি সন্দেশখালির প্রভাব সেটা ৪ জুন প্রমাণ হবে। মহিলাদের ভোট বিজেপির পক্ষে রয়েছে। বিজেপি দেড় লক্ষ ভোটে জয়ী হবে।  নিজস্ব চিত্র

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ