বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

তৃণমূলের এজেন্টকে মারধর, অভিযুক্ত কংগ্রেস

সৌম্য দে সরকার, মালদহ: নিজেদের রাজনৈতিক দুর্গ বলে দাবি করা সুজাপুর বিধানসভার বেশ কিছু বুথে এজেন্টই দিতে পারল না কংগ্রেস। এদিকে, এই বিধানসভা কেন্দ্রের একটি বুথ থেকে তৃণমূলের এজেন্টকে মারধরের পর বের করে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই পোলিং এজেন্ট ছাড়াও আরও দুই তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে। তবে কংগ্রেসের পাল্টা দাবি, তৃণমূলের সদস্যরাই আক্রমণ করেছে তাদের সমর্থকদের। তাতে তিন কংগ্রেস কর্মী আহত হয়েছেন। এদিন সকাল থেকে সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অনেক বুথেই কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য প্রার্থীর এজেন্ট নেই। মোজমপুরের হাজি শেখ সুভানি বিশ্বাস হাইস্কুলে ছিল দু’টি বুথ। তার একটিতেও তৃণমূল ছাড়া অন্য দলের পোলিং এজেন্টদের দুপুর ১২টাতেও দেখতে পাওয়া যায়নি। দুই বুথের প্রিসাইডিং অফিসাররা জানিয়েছেন, তৃণমূল ছাড়া অন্য প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে কেউই আসেননি। বাসিন্দারাও জানান, কংগ্রেস বা বিজেপি প্রার্থী এই এলাকার অনেকগুলি বুথে পোলিং এজেন্ট বসাতে পারেননি। সুজাপুরের অন্যান্য কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রেও তৃণমূল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা আসেননি। মালদহ দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর অভিযোগ, চাপা সন্ত্রাসের আবহ তৈরি করে রেখেছিল তৃণমূল। অভিযোগ উড়িয়ে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান বলেন, আসলে কংগ্রেসের সমর্থন ধসে পড়েছে। 

8th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ