বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

তালিকায় ‘মৃত’, ভোট দিতে পারলেন না ১২ জন

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ভোটার কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। ভোট কেন্দ্রেও ঢোকেন। কিন্তু, ভোট দিতে পারলেন না হরিশ্চন্দ্রপুর বিধানসভার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের তিমিরপুরা ১৪ নম্বর বুথের ১২ জন বাসিন্দা। কারণ, ভোটার তালিকায় তাঁদের মৃত বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, তিমিরপুরা আপার প্রাইমারি স্কুলে ভোট দিতে যান মহম্মদ ইসমাইল, জরিফন বিবি, আব্দুল আজিজ, জরিনা বিবি, রেজাউল করিম, সালেমা বিবি, মহম্মদ জিয়াউল হক, বেবি নাজমিন, মহম্মদ ইসাহক, সাহানারা বিবি, মিজানুর রহমান ও মহম্মদ মুসলিম। ভোট কর্মী ও প্রিসাইডিং অফিসার জানান, ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ করা হয়েছে তাঁদের। তাই তাঁরা ভোট দিতে পারবেন না। ভোটদানে বঞ্চিত মহম্মদ ইসমাইল ও জরিফন বিবিরা বলেন, জীবিত মানুষদের ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ করা হয়েছে। এই ভোটার তালিকা তৈরির কাজ করেন বিএলওরা। তাঁদের গাফিলতিতেই এটা হয়েছে। হরিশ্চন্দ্রপুর ২ এর বিডিও তাপস পাল বলেন, যেহেতু তাঁদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তাই ভোট দেওয়া থেকে বঞ্চিত হলেন। সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, মঙ্গলবার ভোট চলাকালীন পুরাতন মালদহের ১০ নম্বর ওয়ার্ডের পাড়া সামুন্ডাই কলোনিতে কংগ্রেসের অস্থায়ী ক্যাম্প ভাঙার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এছাড়া কর্মীদের মারধর এবং গালিগালাজ করা হয়েছে বলে দাবি কংগ্রেসের। অভিযোগ অস্বীকার করে শহরের তৃণমূল সভাপতি বশিষ্ঠ ত্রিবেদী বলেন, আমাদের কর্মীরা এমন করতে পারে না। মালদহ থানার এক পুলিস আধিকারিক বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। 

8th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ