বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

নিম্নমানের রাস্তার কাজ, ক্ষোভের মুখে ঠিকাদার সংস্থা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দীর্ঘদিন বাদে জলপাইগুড়ি শহরের জুবিলি পার্ক থেকে তিস্তা বাঁধের উপর রাস্তার কাজ শুরু হতেই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ল নির্মাণকারী ঠিকাদার সংস্থা। মঙ্গলবার দুপুরে নির্মাণকারী সংস্থার লোকজনদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, পর্যাপ্ত পরিমাণ সামগ্রী ছাড়াই কোনওমতে রাস্তা তৈরির কাজ চলছে। কম হচ্ছে নির্মাণ সামগ্রীর ব্যবহারও। আর তাই তাঁদের আশঙ্কা, কয়েক দিনের মধ্যেই রাস্তার পিচ ও পাথরের মিশ্রণ উঠে যাবে। এমন অভিযোগে অস্বস্তি বাড়ল ঠিকাদার সংস্থার। তবে সংস্থার দাবি, রাস্তা নির্মাণে সবরকম নিয়ম মেনে কাজ হচ্ছে। 
ভোটের অনেক আগে থেকেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে শহরের জুবিলি পার্কের সামনে থেকে ৯ নম্বর স্পার সারদাপল্লি পর্যন্ত তিস্তা বাঁধের উপর ৩ কিমি ৪ মিটারের রাস্তার কাজ শুরু হয়। তারপর নির্বাচন সহ বিভিন্ন কারণে সেই কাজ মাঝে থমকে থাকে। তবে ভোট মিটতেই রাস্তার কাজে হাত দেয় ঠিকাদার সংস্থা। এরপরই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে নির্মাণকারীরা। সোমবার থেকে সারদাপল্লির সামনে থেকে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু সেই কাজের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। সারদাপল্লির বাসিন্দা কার্তিক মণ্ডল, উত্তম সরকার সহ অনেকের অভিযোগ, পাথর ও পিচের মিশ্রণ কম ব্যবহার করা হচ্ছে। আর তারই প্রতিবাদে আমরা ঠিকাদারের সামনে আমাদের ক্ষোভের কথা জানাই। নির্মাণ সামগ্রী যথাযথভাবে দিয়ে যেন রাস্তা তৈরি হয়। না হলে রাস্তা দু’দিন বাদেই ভেঙে যাবে। যদিও ঠিকাদার সংস্থার তরফে সন্দীপ ভৌমিক বলেন, ২৪ ঘণ্টা আগে রাস্তায় পিচের কাজ শুরু হয়েছে। আমরা স্থানীয়দের দাবি শুনেছি। তবে রাস্তা পোক্তভাবে বানানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর। আমরা তো কাজ শেষ করে চলেও যায়নি। কাজ হচ্ছে। যেখানে যা সমস্যা হচ্ছে, দ্রুত সেগুলি দেখে নিচ্ছি। তার জন্য পর্যাপ্ত পরিমাণ সামগ্রী ব্যবহার করেই রাস্তা নির্মাণ হচ্ছে।

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ