বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

একবছরেও পথশ্রীতে রাস্তা হয়নি, অসন্তোষ

সংবাদদাতা, হলদিবাড়ি: পথশ্রী প্রকল্পে কাজের সময়সীমা শেষ হলেও রাস্তা নির্মাণ সম্পূর্ণ হয়নি। এ নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ। হলদিবাড়ির বক্সীগঞ্জ পঞ্চায়েতের কিসামত ফতেমামুদ কালভার্ট থেকে হরিপদ রায়ের বাড়ি পর্যন্ত রাস্তাটি বেহাল। স্থানীয়দের দাবি মেনে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৮৫০ মিটার রাস্তার কাজ শুরু হয় গত বছরের ২৮ মার্চ। কিন্তু কাজ শুরুর একবছর পার হয়ে গেলেও, তা শেষ হয়নি। রাস্তায় পাথর বিছানো হলেও পিচের প্রলেপ পড়েনি। ফলে স্থানীয়রা ক্ষুব্ধ।  স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, এই রাস্তা দিয়ে বর্তমানে চলাচল করা অসম্ভব। কাজ শুরুর ১০ মাস পেরিয়ে গেলেও রাস্তার কাজ হয়নি। প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রাস্তা বেহাল থাকায় আমরা সমস্যায় আছি। এদিকে বরাতপ্রাপ্ত ঠিকাদারের দাবি, নির্মাণকারী সংস্থার কর্ণধার তিমির ঘোষ কাজের জন্য টাকা দিচ্ছে না। তাই কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্মাণকারী সংস্থার কর্ণধার তিমির ঘোষ বলেন, লোকসভা ভোট শেষ হলেই কাজ ফের শুরু হবে। এদিকে, ফালাকাটায় রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ। ফালাকাটার দেওগাঁও পঞ্চায়েতের খাড়াকদম থেকে গঙ্গামণ্ডল ঘাটপাড় পর্যন্ত প্রায় ন’কিমি রাস্তা নির্মাণ নিয়ে এই অভিযোগ উঠেছে। মঙ্গলবার এনিয়ে ফালাকাটা বিডিওকে লিখিত অভিযোগ জানান বাসিন্দারা। অভিযোগকারীরা বলেন, রাস্তা নির্মাণ সঠিকভাবে হচ্ছে না। আমরা ঠিকাদার সংস্থাকে প্রশ্ন করলেও উত্তর মেলেনি। তাই বিডিওকে লিখিত অভিযোগ দেওয়া হল।

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ