বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

হলদিবাড়ির পড়ুয়া দীপের লক্ষ্য শুধুমাত্র আইপিএস

সংবাদদাতা, হলদিবাড়ি: বাংলাদেশ সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ পঞ্চায়েতের মধ্য হুদুমডাঙার কর্মকারপাড়ার দীপ অধিকারী এবারের মাধ্যমিক পরীক্ষায় ৫৯৭ নম্বর পেয়ে গ্রামের সকলের নজর কেড়েছে। দীপের বাবা নকুলচন্দ্র অধিকারী পেশায় কৃষক। চাষবাস করে সংসার চলান। ভবিষ্যতে আইপিএস হতে চায় দীপ। কিন্তু ছেলের উচ্চশিক্ষার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা কী করে জোগাড় হবে, তা নিয়ে চিন্তায় নকুলবাবু। 
হলদিবাড়ির দেওয়ানগঞ্জ হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দীপ।  বাংলায় ৮৭, ইংরেজিতে ৫৭, অঙ্ক ও ইতিহাসে ৯০, ভৌতবিজ্ঞানে ৮৩, জীবনবিজ্ঞানে ৯৩ এবং ভূগোলে ৯৭ নম্বর পেয়েছে। দীপের এই ফলে খুশি তার স্কুলের শিক্ষকরা। দীপের বাবা বলেন, কৃষিকাজ করে যেটুকু আয় হয়‌, তা দিয়ে দুই ছেলেকে পড়াশোনা করাচ্ছি। বড় ছেলে একাদশ শ্রেণিতে পড়ে। ছোট ছেলে দীপ ছোট থেকে মেধাবী। টাকার অভাবে ওকে গৃহশিক্ষকের কাছে পড়াতে পারেনি। ওর সাফল্যের পিছনে ওর স্কুল শিক্ষকদের অবদান যথেষ্ট রয়েছে। 
দীপ বলে, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই। ভবিষ্যতে আইপিএস অফিসার হতে চাই। দেওয়ানগঞ্জ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল রায় বলেন, আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়েও দীপ যে ফল করেছে, তারজন্য আমরা গর্বিত। ছেলেটি ওর লক্ষ্যে পৌঁছক, আশীর্বাদ করছি।  নিজস্ব চিত্র

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ