বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

দুপুরের পর ভিড় জমালেন বুথে

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: ঘড়িতে সকাল ৭টা। মঙ্গলবার ভোটগ্রহণের দিন মঙ্গলচণ্ডী পুজো থাকায় পুরাতন মালদহ শহরের একাধিক বুথে ওই সময় মহিলাদের উপস্থিতির হার তেমন দেখা যায়নি। এদিন শহরের সিংহভাগ মহিলারা নিজের বাড়িতেই পুজোয় ব্যস্ত ছিলেন। কেউ বা দূরের মন্দিরে গিয়ে নিষ্ঠা সহকারে একাধিক নিয়ম পালন করেন। সেজন্য তাঁরা সকালে বুথমুখী হওয়ার সুযোগ পাননি। এদিন দুপুরের পর অবশ্য শহরের নানা বুথে মহিলাদের ব্যাপক ভিড় উপচে পড়ে। তাঁরা লাইন দিয়ে হাসি মুখে ভোট দেন। এদিন দুপুরে ২০টি ওয়ার্ডে মহিলাদের ভিড় নজর কাড়ে। সেখানে শহরের ৫ এবং ৯ নম্বর ওয়ার্ডের গৃহবধূ শ্যামলী ঘোষ এবং পুজা বসাকরা ছিলেন। 
তাঁরা বলেন, আমরা প্রতিবারই খুব সকালে ভোট দিয়ে থাকি। এবার মঙ্গলচণ্ডী পুজো এবং ভোট একই দিনে পড়ে গিয়েছে। তাই সকালে আগে উপোস করে পুজো করেছি। তারপর বাড়ির  রান্না সেরে দুপুরে ভোট দিতে এসেছি। ভোট খুবই সুষ্ঠুভাবে হয়েছে। কোনও অসুবিধা হয়নি। 
এদিকে, এদিন পুরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা এলাকাতেই ঘাঁটি গেড়ে ভোট পরিচালনা করেছেন। ৫নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা গেল স্থানীয় কাউন্সিলার তথা শহর তৃণমূলের সভাপতি বশিষ্ঠ ত্রিবেদী দলীয় কার্যালয়ে বসে থেকে কর্মীদের নানা নির্দেশ দিচ্ছেন। এদিকে ৭, ৮, ১১ এবং ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার যথাক্রমে শত্রুঘ্ন সিনহা বর্মা, শ্যাম মণ্ডল, অসীম ঘোষ, বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা এলাকাতেই কর্মীদের সঙ্গে নিয়ে ভোট করাচ্ছেন। পাশাপাশি বিজেপির স্থানীয় নেতৃত্ব নিজেদের বুথেই বেশি সময় দিয়েছেন। দু’পক্ষই ফল ভালো হওয়ার ব্যাপারে আশাবাদী। 
মালদহ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করেছি। আমিও ওয়ার্ডে ছিলাম। বিজেপির এবার বির্সজন হবে। কেননা গত লোকসভা ভোটে নানা কিছুর ভাবাবেগকে কাজে লাগিয়ে তারা ভোট পেয়েছিল। এবার সেটা হবে না। শহরে আমাদের খুব ভালো ফল হবে। পাল্টা মালদহ বিধানসভার বিজেপির কনভেনর স্নেহাংশু ভট্রাচার্য বলেন, শহরে খুবই সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আমরা সেজন্য সবাইকে ধন্যবাদ জানাব। এবারও মানুষ মোদিজিকে দেখেই ভোট দিয়েছেন। শহরে এবারও আমাদের লিড থাকবে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।  নিজস্ব চিত্র।

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ