বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

কৃষিকাজ করেও মাধ্যমিকে নজর কাড়ল ময়নাগুড়ির পার্থ

সংবাদদাতা, ময়নাগুড়ি: পড়াশোনার পাশাপাশি কৃষিজমিতে কাজ করতে হয়েছে। বইয়ে সময় দেওয়ার বদলে ফসল তুলতে হয়েছে। কিন্তু তাতে পড়াশোনায় ব্যাঘাত ঘটেনি। ময়নাগুড়ির কন্যাবাড়ির সেই কিশোর পার্থ রায় মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৫৬১। ময়নাগুড়ি শহিদগড় হাইস্কুলের এই কৃতী ছাত্র বড় হয়ে চিকিৎসক হতে চায়।  সেজন্য একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিষয় নিয়ে ভর্তি হয়েছে। কিন্তু পার্থর উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত বাবা কৃষক অমূল্য রায়। 
পার্থ বাংলায় ৮০, ইংরেজিতে ৭০, অঙ্কে ৮৩, ভৌতবিজ্ঞানে ৮৬, জীবনবিজ্ঞানে ৭৫, ইতিহাসে ৮০ ও ভূগোলে ৮৭ নম্বর পেয়েছে। কৃষক পরিবারের সন্তানটির এই সাফল্যের পিছনে শিক্ষকদের অবদান রয়েছে বলে তার বাবা জানিয়েছেন। তবে আর্থিক সঙ্কটের জন্য গৃহশিক্ষকরা কোনও পারিশ্রমিক নেননি। পার্থ বলে, দিনে ৭ থেকে ৮ ঘণ্টা পড়াশোনা করেছি। গল্পের বই পড়ার প্রতি বিশেষ ঝোঁক রয়েছে। গ্রামের ছেলের এরূপ ফলাফলে খুশি প্রতিবেশীরাও। পার্থ চিকিৎসক হয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়াক, সেটাই চান তার বাবা। অমূল্যবাবু বলেন, দুই বিঘা জমিতে কৃষি কাজ করি। এটা দিয়েই সংসার চলে। পার্থ আমার সঙ্গে জমিতে কাজ করে। এরপরে সে পড়াশোনা করে। স্কুলের শিক্ষকরা ও গৃহশিক্ষকরা ওকে খুব সহযোগিতা করেছেন। ছেলে বিজ্ঞান নিয়ে পড়তে চায়। যেভাবেই হোক ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে।  কিছু চিন্তা রয়েছে, কৃষি কাজ করে ছেলের স্বপ্নপূরণ করব কীভাবে! শহিদগড় হাইস্কুলের শিক্ষক শ্যামল সরকার বলেন, পার্থ খুব ভালো এবং মেধাবী ছাত্র। আমরা স্কুলের প্রত্যেক শিক্ষকরা ওর পাশে রয়েছি। এর আগে যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি তেমন ভাবেই তাকে সহযোগিতা করব।  নিজস্ব চিত্র

7th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ