বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

মায়ের সঙ্গে মুদি দোকান সামলে মাধ্যমিকে ৬৫৯ পেল জয়দীপ

মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: মুদি দোকান থেকে যা আয় হয়, তা দিয়েই সংসার চলত। নিম্ন মধ্যবিত্তের সংসারে মাথায় আকাশ ভেঙে পড়ে ২০১৬ সালে। জয়দীপ বর্মার বাবা ভানু বর্মা পক্ষাঘাতগ্রস্ত হন। ভানুবাবুর চিকিৎসার জন্য খরচ হয়ে যায় সংসার খরচ। দোকানে বসতে শুরু করেন তাঁর মা কল্পনা বর্মা। মাকে সাহায্য করতে জয়দীপকেও দোকানে বসতে হয়। দোকান চালানোর ফাঁকেই পড়াশোনা করে মাধ্যমিকে ৬৫৯ নম্বর পেয়ে নজর কাড়ল সিতাই হাইস্কুলের ছাত্র জয়দীপ বর্মা। নুন আনতে পান্তা ফুরনোর সংসারে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে সে।  
পরীক্ষায় ভালো ফল হলেও পছন্দের বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবে কি না  তা নিয়ে চিন্তায় জয়দীপ। কারণ, বিজ্ঞান বিভাগে পড়তে খরচ অনেকটাই। নিজের পড়াশোনার খরচ বাড়লে বাবার ওষুধ কেনার টাকায় টান পড়তে পারে। সিতাইয়ের দক্ষিণ কোণাচাত্রা গ্রামের বাসিন্দা জয়দীপ। বাংলা ও ভূগোলে ৯৬, ইংরেজিতে ৯২, অঙ্কে ৯৪, ভৌতবিজ্ঞানে ৯০, জীবনবিজ্ঞানে ৯৮ ও ইতিহাসে  ৯৩ নম্বর পেয়েছে সে। বিজ্ঞান নিয়ে পড়ার জন্য কয়েকটি পুরনো বই কিনেছে। জয়দীপ বলে, পড়ার ফাঁকে দোকানে বসে মাকে সাহায্য করতাম। পরীক্ষা ভালো দিয়েছিলাম। তাই ভলো ফল হয়েছে। বাবা আমাকে ছোট থেকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য উৎসাহিত করেন। ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে আমারও। একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে ভর্তি হতে চাই। কিন্তু খরচ যে অনেক। তাছাড়া বাবার চিকিৎসার জন্য প্রতিমাসে কয়েক হাজার টাকা ব্যয় হয়। আমি বিজ্ঞান নিয়ে পড়লে বাবার চিকিৎসায় টান পড়তে পারে। সেজন্য বিজ্ঞান না কলা বিভাগে পড়ব, এনিয়ে ভাবনাচিন্তা করছি। জয়দীপের মা কল্পনা বর্মা বলেন, ২০১৬ সালে স্বামী পক্ষাঘাতগ্রস্ত হন। আমি বাড়ি-দোকান সামলাই। স্বামীর চিকিৎসার খরচ অনেক। ছেলেকে বিজ্ঞান নিয়ে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আর্থিক সমস্যা থাকলেও ছেলের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে, সেই চেষ্টা করছি।  নিজস্ব চিত্র

7th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ