বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

পূর্বস্থলীতে ইভিএমে ত্রুটির অভিযোগ তুলল শাসকদল

সংবাদদাতা, কালনা: রবিবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ইভিএম পরীক্ষার সময় গোলযোগের অভিযোগ তোলে তৃণমূল। শাসকদলের নেতৃত্বের দাবি, সাতজন প্রার্থী ও নোটা সহ ইভিএমে আটজনের নামের তালিকা থাকার কথা। সেখানে ন’জনের তালিকা দেখা যাচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে নির্বাচন কমিশন চক্রান্ত করে এই ধরনের কাজ করেছে। প্রতিবাদে পথে নামেন দলের নেতা স্বপন দেবনাথ সহ কর্মী-সমর্থকরা। মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশনও জমা দেওয়া হয়। অভিযোগ পেয়ে অবজার্ভার ও মহকুমা শাসক শ্রীরামপুর হাইস্কুলে আসেন। মেশিন পরীক্ষার পর কোনও ত্রুটি দেখা যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা চলছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। তৃণমূলের পূর্বস্থলী-১ ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে বলেন, ইভিএমে সাতজন প্রার্থী ও একজন নোটা সহ আটজনের নামের তালিকা থাকার কথা। সেখানে মেশিনে ন’জনের তালিকা দেখা যায়। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে নির্বাচন কমিশন ত্রুটিপূর্ণ ইভিএম তৈরি করেছে। আমরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। মহকুমা শাসক শুভম আগরওয়াল বলেন, ইভিএমে তেমন কোনও ত্রুটি দেখতে পাওয়া যায়নি। আগামী দিনে কোনও সমস্যা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ