বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

হবিবপুর থানার আইসিকে সরালো নির্বাচন কমিশন

সংবাদদাতা, হবিবপুর: উত্তর মালদহ কেন্দ্রে লোকসভা ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে সরানো হল হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে। রবিবার  নির্বাচন কমিশনের পক্ষ থেকে অপসারণের খবর আসতেই দায়িত্ব ছাড়েন তিনি।
সূত্রের খবর, মালদহ সদর অফিসের কোনও দায়িত্ব দেওয়া হবে দেবব্রতকে। তিনি ভোটের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে  কমিশন। যদিও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে  আইসির দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে তিনজনের নাম চেয়ে পাঠিয়েছে কমিশন।
সম্প্রতি হবিবপুর থানা এলাকায় ঝামেলার পর আইসির বিরুদ্ধে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি নেতৃত্ব। আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিভিন্ন সময় থানা ঘেরাও করে বিজেপি। সম্প্রতি বিজেপি প্রার্থী খগেন মুর্মু কমিশনে অভিযোগ করেছিলেন, অবসরপ্রাপ্ত পুলিসকর্তা তথা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছেন আইসি দেবব্রত চক্রবর্তী। সেই কারণেই কি এই অপসারণ ? 
খগেন বলেন, আইসির নেতৃত্বে বুলবুলচণ্ডীতে বিজেপির পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। বিজেপির কার্যকর্তাদের ভয় দেখানো হচ্ছে। তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলা হচ্ছে। তৃণমূলের দলদাস হয়ে কাজ করছিলেন আইসি। কমিশনে অভিযোগ জানানোর পর তারা ব্যবস্থা নিয়েছে। তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির বক্তব্য, নির্বাচন কমিশন যা ভালো বুঝেছে সিদ্ধান্ত নিয়েছে। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তৃণমূলকে জেতাবে।

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ