বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

স্কুলমাঠে খেলতে দেওয়ার দাবি, রাস্তা অবরোধ ক্রীড়াপ্রেমীদের

সংবাদদাতা, ধূপগুড়ি: খেলার মাঠই যেকোনও শহরের প্রাণ। কিন্তু সেই মাঠই যদি বন্ধ থাকে, তা হতাশার কারণই বটে। স্কুলের খেলার মাঠ খোলা রাখার দাবিতে রবিবার পথ অবরোধে বাধ্য হলেন এলাকার যুবরা। পাশে ছিলেন এলাকার ক্রীড়াবিদরাও। ‘খেলার মাঠ চাই’ এই দাবিতে ধূপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে ধূপগুড়-ফালাকাটাগামী রাজ্য সড়ক অবরোধ করা হয়। এর জেরে দীর্ঘক্ষণ যানবাহন আটকে পড়ে। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিসের মধ্যস্থতায় স্কুল কর্তৃপক্ষ খেলার মাঠ খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 
খেলোয়াড় সহ এলাকার যুবকদের দাবি, খেলাধুলোর জন্য শহরে সেভাবে  মাঠ নেই। ধূপগুড়ির দুটি স্কুলের খেলার মাঠ খোলা থাকলেও বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বন্ধ থাকছে। ফলে স্থানীয় যুবক সহ খেলোয়াড়রা সেখানে খেলাধুলো এবং শরীরচর্চা করতে পারেন না। আরও অভিযোগ,  বারবার স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করার পরেও তারা মাঠটি খুলে দেননি। 
পাল্টা অভিযোগ তুলেছে স্কুল কর্তৃপক্ষও। তাদের দাবি, মাঠে খেলতে দেওয়া হলে প্রতিনিয়ত আড্ডা বসে যায়। সেখানে নানা অসামাজিক কাজও হয়ে থাকে। 
স্থানীয় যুবক অভিনব মোদক বলেন, ধূপগুড়ি শহরের দু’টি স্কুল তাদের মাঠ খেলার জন্য দিলেও এই স্কুলের মাঠটি বন্ধই থাকে। ফলে আমরা শরীর চর্চা ও খেলাধুলো করতে পারি না। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের জানানোর পরেও তারা মাঠে খেলতে দিতে রাজি নয়। এই ব্যপারে বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক সুবীর চৌধুরী বলেন, আড্ডা বসে বলে মাঠটি খোলা রাখা হতো না। তবে এখন থেকে শরীরচর্চা এবং খেলাধুলোর জন্য মাঠটি খুলে দেওয়া হবে। 

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ