বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

ধুলোয় ঢাকছে এলাকা, অবরোধ মহিলাদের

সংবাদদাতা, ধূপগুড়ি: রাস্তার কাজের ফলে ধুলোয় ঢাকছে এলাকা। দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এই পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে পথ অবরোধ করেন ধূপগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুলতলির মহিলারা। তাঁরা এদিন তিন ঘণ্টা অবরোধ করেন। ১ নম্বর ওয়ার্ডের গণেশ মোড় থেকে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা পর্যন্ত প্রায় ৯ কিমি রাস্তা পাকা করা হচ্ছে। রাস্তার কাজ চলায় গোটা এলাকা ধুলোয় ঢেকেছে। এর জেরে বাড়ির দরজা জানালাও সারাদিন বন্ধ করে রাখতে হচ্ছে। দোকানের ভিতর ধুলোর আস্তরণ জমে গিয়েছে। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে এসে রোগীরাও সমস্যায় পড়ছেন। যা নিয়ে চরম সমস্যা তৈরি হয়েছে ওই এলাকায়। 
অবরোধকারীদের মধ্যে প্রতিমা দেবনাথ, সাবিত্রী রায় বলেন, রাস্তায় জল দেওয়ার দাবি বারবার জানানো হলেও ঠিকাদারী সংস্থা তা করেনি। এলাকার বাসিন্দাদের সমস্যার মধ্যে ঠেলে দিয়েছে। ঠিকাদার তাদের পাল্টা জানিয়েছেন, জল দেওয়ার জন্য তিনি কোনও টাকা পান না। পথ অবরোধের ঘটনা জানার পর ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিস। সেই সময় মহিলারা পুলিসকে ঘিরে সাময়িক বিক্ষোভ দেখান। পরবর্তীতে ঠিকাদার সংস্থা জল দেওয়ার আশ্বাস দিলে মহিলারা পথ অবরোধ তুলে নেন। 

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ