বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

টিউশন থেকে ফেরার পথে চিতাবাঘের হামলার মুখে ছাত্র

সংবাদদাতা, ফালাকাটা: টিউশন থেকে বাড়ি ফেরার পথে চিতাবাঘের হামলার মুখে পড়ল এক কিশোর। রবিবার সকালে ঘটনাটি ঘটে মাদারিহাট রেঞ্জের খয়েরবাড়ি ফরেস্টের ভিতরের ফালাকাটা থেকে দেওগাঁও-রাঙ্গালিবাজনা রোডে। যদিও আহত অবস্থায় সে একাই বাড়ি ফেরে। পরে জখম কিশোরকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। ঘটনার আতঙ্কিত গ্রামবাসীরা। 
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সাইকেলে চেপে টিউশন থেকে বাড়ি ফিরছিল ময়রাডাঙা গোপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র অপূর্ব দাস। হঠাত্ই তার বাঁ পায়ে থাবা বসিয়ে দেয় চিতাবাঘ। যদিও ঘটনার পরই পালিয়ে যায় বাঘটি। আহত অবস্থায় সাইকেলে চেপেই ঘটনাস্থলের এক কিমি দূরের পূর্ব ঝাড়বেলতলির বাড়িতে ফিরে যায় সে। বাড়ির লোক তাকে ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 
অপূর্বর দাদা শুভময় দাস বলেন, খয়েরবাড়ি ফরেস্টের ভিতরের রাস্তায় আচমকা একটি চিতাবাঘ ভাইয়ের উপর ঝাপিয়ে পড়ে। এলাকার পড়ুয়াদের স্কুল, কলেজ যাতায়াতে এই রাস্তাটি ভরসা। বাজারে যেতে গেলেও এই রাস্তা ছাড়া গতি নেই। সেখানে এভাবে চিতাবাঘের আনাগোনা চিন্তার বিষয়। এর আগে ওই রাস্তায় হাতি দেখা গিয়েছে। চিতাবাঘের হানায় মৃত গোরুর দেহ পাওয়া গিয়েছে। এমন ঘটনায় আমরা আতঙ্কিত। আমরা চাই, বনদপ্তর সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই রাস্তার নজরদারির ব্যবস্থা করুক। ঘটনার পর স্বাভাবিকভাবে আতঙ্কিত ওই স্কুল ছাত্রটি। এদিকে, মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায় বলেন, বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। সেখানে টহলদারি চালানো হচ্ছে।

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ