বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

আইএএস এবং আইপিএস হতে ভিনরাজ্যের প্রার্থীদের পছন্দের ঠিকানা বাংলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএএস-আইপিএস হওয়ার লক্ষ্যে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার প্রবণতা বাড়ছে রাজ্যে। বাড়ছে সাফল্যেরও হার। শুধু রাজ্যেরই নয়, বাংলা থেকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আকর্ষণীয় ফল করছেন ভিন রাজ্যের চাকরি প্রার্থীরাও। যেমন অঙ্কিত আগরওয়াল। এবার ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে তাঁর র‌্যাঙ্ক ২৯৭। ওড়িশা থেকে এসে মমতা সরকারের উদ্যোগে চালু হওয়া সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে (এসএনটিসিএসএসসি) পড়াশুনো করেছেন এই কৃতী। পরীক্ষায় দিয়েছেন বাংলা থেকে। 
২০২১ সালে সর্বভারতীয় স্তরে দ্বিতীয় র‌্যাঙ্ক করেছিলেন কলকাতার অঙ্কিতা আগরওয়াল। সে-বছর তাঁর পাশে বসেই পরীক্ষা দিয়েছিলেন ওড়িশার অঙ্কিত। ব্যাপারটি তাঁর কাছে ছিল বিরাট প্রেরণার। তার পরেই তিনি কলকাতা থেকে পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন এবং সফলও হন। এই বিষয়ে এসএনটিসিএসএসসি’র চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ জানান, দিল্লি এবং অন্য রাজ্য থেকে পরীক্ষা দিলে ফল ভালো হয়, এটা যে মিথমাত্র, এই ঘটনা ফের প্রমাণ করল সেটাই। আবার সিভিল সার্ভিসে সফল হতে খুব ভালো ইংরেজি জানতে হবে, এই ধারণাও ঠিক নয়। তবে শুধু অঙ্কিত নন, এবার বাংলা থেকে কৃতকার্য হয়েছেন মোট ১৫ জন। এঁদের সকলকেই রবিবার বিধাননগরে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে সংবর্ধিত করেন মুখ্যসচিব বি পি গোপালিকা। উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মণীশ জৈন, পুরসচিব সঞ্জয় বনসল ও বিধাননগরের সি পি গৌরব শর্মা। এদিন, তাঁর নিজের ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর ব্যাচের ‘টুয়েলভথ ফেল’ আইপিএস অফিসার মনোজকুমার শর্মার চ্যালেঞ্জের কথাও শোনা গেল গৌরব শর্মার গলায়। 

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ