বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

সুদীপার উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন ব্যবসায়ী

সংবাদদাতা, বালুরঘাট: বর্তমান পত্রিকার খবরের জের। দুঃস্থ, মেধাবী সুদীপা মুর্মুর উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন বালুরঘাট শহরের ব্যবসায়ী কুন্তল তরফদার। রবিবার কুমারগঞ্জের মাদারগঞ্জের সুদীপার বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন কুন্তলবাবু। পড়াশোনা চালিয়ে যেতে সুদীপার কী সমস্যা রয়েছে তা জানতে চান। পাশাপাশি টিউশন, বই, ভর্তি খরচের কথাও শোনেন তিনি। স্বপ্ন পূরণে আর্থিক সমস্যা হবে না বলে ব্যবসায়ী আশ্বাস দেন ওই পরিবারকে।
ব্যবসায়ী বলেন, বর্তমান পত্রিকায় মেয়েটির সমস্যার কথা পড়ে খুবই খারাপ লেগেছে। অর্থ না থাকায় মেয়েটির স্বপ্ন পূরণ হবে না, এটা হতে পারে না। এদিন তাদের বাড়ি গিয়ে অবস্থা দেখে অবাক হয়েছি।  সুদীপার পড়াশোনার সব খরচ আমিই দেব। ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নিয়েছি। সেখানে প্রতিমাসে টাকা পাঠিয়ে দেবো।
সুদীপা বলে, বর্তমান পত্রিকাকে ধন্যবাদ। আমাকে নিয়ে খবর প্রকাশিত না হলে এভাবে কুন্তলবাবু পাশে এসে দাঁড়াতেন না। তাঁর এই উপকার সারাজীবন ভুলব না।
সুদীপার মা দীপালী বাস্কে বলেন, আমাদের মতো গরিবের কথা কেউ ভাবে না। আমার মেয়ে এভাবে সাহায্য পাওয়ায় অবাক হচ্ছি। কীভাবে মেয়ের স্বপ্ন পূরণ করব, সেই চিন্তা কুন্তলবাবু দূর করলেন। তাঁর এই উপকার আমাদের পরিবার কোনও দিন ভুলবে না।
কুমারগঞ্জের মাদারগঞ্জ গ্রামের বাসিন্দা সুদীপা এবার মাধ্যমিক ৬০২ পেয়েছে। ভালো ফলাফল করলেও ভবিষ্যতে চিকিৎসক হবার স্বপ্ন পূরনে পথের কাঁটা হয়ে দাঁড়ায় আর্থিক প্রতিবন্ধকতা। বিষয়টি বর্তমান পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সুদীপা পাশে পেয়েছে ব্যবসায়ীকে। এবার সে নিশ্চিন্তে পড়াশোনা করতে চায়।

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ