বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

পিএইচই’র তিন কর্মীকে পাম্পঘরে আটকে বিক্ষোভ

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: জল পরিষেবা অনিয়মিত। তীব্র গরমে জলকষ্টে আমজনতা আরও নাজেহাল। শনিবার সেই ক্ষোভ গিয়ে পড়ল পিএইচই কর্মীদের উপর। নিয়মিত পানীয় জল পরিষেবার দাবিতে পাম্পঘরেই তালা মেরে দিলেন গ্রামবাসী। ভিতরে আটকে তিনকর্মী। এ ঘটনায় তুলকালাম কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরে। 
লক্ষ্মীপুর, হজরতপুর, লোহাপাড়ার বাসিন্দারা বালতি, হাঁড়ি নিয়ে জল সরবরাহ কেন্দ্রে এসে বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, বৃষ্টির অভাবে এলাকায় জলসঙ্কট চলছে। এরমধ্যে লক্ষ্মীপুর পানীয় জল সরবরাহ কেন্দ্র থেকে নিয়মিত পরিষেবা মিলছে না। আড়াই হাজারের বেশি বাড়িতে পরিষেবা দেওয়ার কথা থাকলেও মাত্র হাজারখানেক বা঩ড়িতে জল দেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দা মমিনুল হক, সারথী বর্মন বলেন, এই সময় এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। বাড়ির কলে জল উঠছে না। সরকারিভাবে বাড়িতে জল দেওয়ায় জন্য পিএইচই’র প্রকল্প শুরু হলেও বেশিরভাগ বাড়িতে পরিষেবা শুরু হয়নি। কর্মীদের গাফিলতির জন্য গ্রামের পর গ্রাম জলকষ্টে ভুগছে। দ্রুত কাজ না হলে আমরা ফের আন্দোলন করব। 
এদিকে গ্রামবাসী পাম্পঘরের দরজায় তালা ঝুলিয়ে দিলে ভিতরে আটকে পড়েন তিন কর্মী। পরে বাস্তুকারের সঙ্গে কথা বলে সেই তালা খুলে দেওয়া হয়। আটকে পড়া কর্মীদের মধ্যে সরেস রায় বলেন, জলের পাইপলাইন বসানো এবং বাড়িবাড়ি জল পৌঁছে দেওয়ায় কাজ না হওয়ায় আমাদের ঘরে আটকে রাখা হল। পাম্প চালু করাটুকুই আমাদের দায়িত্ব। কাজেই আমাদের আটকে রাখার কোনও মানে হয় না।
কালিয়াগঞ্জের পিএইচই’র ইঞ্জিনিয়ার ইন্দ্রনীল চক্রবর্তী বলেন, আমাদের কাজ চলছে। সেটা দ্রুত শেষ করার চেষ্টা হচ্ছে। তবে আপাতত পাড়ার মোড়ে স্ট্যান্ডপোস্ট করে জলের পরিষেবা চালু করা হবে।  পাম্পঘরের সামনে বিক্ষোভ। - নিজস্ব চিত্র।

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ