বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

বুথভিত্তিক দলীয় সমীক্ষায় জয়ের আভাস পেয়েছে তৃণমূল নেতৃত্ব

অসীম দত্ত, শিলিগুড়ি: নির্বাচন পরবর্তী বুথ ভিত্তিক সমীক্ষায় মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া বিধানসভায় জয়ের আভাস পাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে আজ, শনিবার শিলিগুড়ি বিধানসভাতেও বুথ ভিত্তিক ভোটের সমীক্ষার কাজ করবে তৃণমূলের জেলা নেতৃত্ব। 
নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম-১৭ ধরে বুথ ভিত্তিক ভোটের সমীক্ষা শুরু করেছে তৃণমূল। তারা কোন বুথে কত ভোট পেয়েছে সেই তথ্য জানতেই নির্বাচন পরবর্তী এই সমীক্ষা। রাজ্য নেতৃত্বের নির্দেশে ভোটে দলের প্রাপ্ত ভোট নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।
দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূলের বাক্সে কত ভোট পড়তে পারে সেই তথ্য হাতে পেতেই বুথ ধরে ধরে সমীক্ষার কাজ চলছে। আজ, শনিবার বিকেল ৫টায় দার্জিলিং জেলা (সমতল) তৃণমূলের কার্যালয়ে শিলিগুড়ি বিধানসভার ৩৩টি ওয়ার্ডের বুথ কমিটি ও পোলিং এজেন্টদের নিয়ে ভোটের অঙ্ক কষতে বসবে তৃণমূল নেতৃত্ব। বিধানসভার ৩৩টি ওয়ার্ডে রয়েছে ২৪৫টি বুথ। শনিবার ২৪৫টি বুথের বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি এবং দলের পোলিং এজেন্টদের এই বৈঠকে ডাকা হয়েছে। 
দার্জিলিং জেলা তৃণমূলের (সমতল) সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, শনিবার বিকেলে দলের জেলা কার্যালয়ে বুথ কমিটি ও পোলিং এজেন্টদের নিয়ে এক বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে কমিশনের দেওয়া ফর্ম-১৭ এ উল্লেখ করা প্রাপ্ত ভোটের নিরিখে কত ভোট দল পেয়েছে কিংবা কত ভোট বিরোধীদের বাক্সে গিয়েছে তা জানতেই এই মিটিং ডাকা হয়েছে। বুথের পোলিং এজেন্ট এবং বুথ সভাপতিদের থেকে জানা হবে বুথভিত্তিক দলের অবস্থান।  সমস্ত বুথের নেতৃত্ব এবং পোলিং এজেন্টরা সেই মিটিংয়ে  আনুমানিক দলের প্রাপ্তভোটের পরিসংখ্যান দেবে। গণনার পর যে সমস্ত বুথ এবং পোলিং এজেন্টদের হিসেব ফলাফলের সঙ্গে প্রায় মিলে যাবে সেই সমস্ত নীচুতলার কর্মীদের নিয়ে আগামী দিনে দল ভাববে।
দ্বিতীয় দফায় দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচন শেষ হতেই শাসক দলের অন্দরে ভোট নিয়ে চুলচেরা সমীক্ষা শুরু হয়েছে। গত বুধবার দলের তরফে মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া ব্লকের ২২টা অঞ্চল নিয়ে বুথ ভিত্তিক সমীক্ষা করেছে জেলা নেতৃত্ব। সেই সমীক্ষায় বুথ নেতৃত্ব এবং পোলিং এজেন্টদের রিপোর্ট মোতাবেক আগামী ৪ জুন ভোটগণনার দিন দার্জিলিং জয়ের আভাস পেয়েছে তৃণমূল। জয়ের বিষয়ে আরও নিশ্চিত হতে আজ, শনিবার শিলিগুড়ি বিধানসভাতেও সমীক্ষা করছে নেতৃত্ব।

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ