বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

রোদে নষ্ট হয়ে যাচ্ছে ফসল, মাথায় হাত পড়েছে চাষিদের

সংবাদদাতা, রায়গঞ্জ: তীব্র দাবদাহে জ্বলছে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলা। একদিকে প্রখর রোদ, অন্যদিকে তাপপ্রবাহের জেরে নষ্ট হচ্ছে একাধিক ফসল। বিশেষ করে ঝিঙে, করলা, শশা, পটল সহ বিভিন্ন গ্রীষ্মকালীন সবজি নষ্ট হচ্ছে মাঠেই। রোদে ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে রায়গঞ্জের টেনহরি গ্রামের একাধিক চাষি। টেনহরি গ্রামের অধিকাংশ মানুষই বছরের বেশিরভাগ সময় মরশুমি ফসল চাষ করে জীবিকা অর্জন করেন। এবছর গ্রীষ্মেও বিঘার পর বিঘা জমিতে গরমের সবজি চাষ করেছিলেন। কিন্তু প্রকৃতির রোষানলে সমস্ত সবজি, গাছ নষ্ট হতে বসেছে। এলাকার চাষি শঙ্করচন্দ্র দাস বলেন, বৃষ্টির দেখা নেই। তীব্র গরম চাষের ক্ষতি করছে। এবছর প্রচুর শশা চাষ করেছিলাম। কিন্তু অত্যাধিক গরমে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। জল দিয়েও কাজ হচ্ছে না। আরও দু’মাস ফলন হতো। কিন্তু এখন সব পাতা হলুদ হয়ে গাছ মরে যাচ্ছে।
এই গ্রামে সব বাড়িতেই বড় থেকে মাঝারি লক্ষ্মীপুজো হয়ে থাকে। কিন্তু এবছর ক্ষতি হওয়ায় কীভাবে পুজো হবে সংশয় প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দা ছায়া দাস। তিনি বলেন, প্রতিবার এসময় দিনে গড়ে দুই থেকে আড়াই কুইন্টাল সবজি বাজারে রপ্তানি করা হতো। এবছর সেই পরিমাণ কমে পঞ্চাশ কেজিতে দাঁড়িয়েছে। মালদহ, মুর্শিদাবাদ জেলায় শশা রপ্তানি করা হয় এই গ্রাম থেকে। এবছর মনে হচ্ছে আমরা ক্ষতির মুখে পড়ব। পরিবেশ বিশেষজ্ঞ তথা ভূগোল শিক্ষক বিশ্বজিৎ রায় জানিয়েছেন, এই তীব্র গরম ফসলের জন্য ক্ষতিকর। ৩৯ ডিগ্রি তাপমাত্রা রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। তিন, চারদিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও  চাষের ক্ষেত্রে কতটা কাজে লাগবে সন্দেহ রয়েছে। জলস্তর অনেকটা নেমেছে। কালবৈশাখীর প্রভাবও দেখা যাচ্ছে না এই জেলায়।

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ