বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

আধঘণ্টার প্রবল ঝড়ে চুয়াপাড়া এবং গারোপাড়ায় ক্ষতিগ্রস্ত দেড়শো বাড়ি

সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার বিকেলে কালচিনি ব্লকে ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চুয়াপাড়া ও গারোপাড়া গ্রামে। ক্ষতি হয়েছে দু’টি চা বাগানের শ্রমিক আবাস ও শেড ট্রি’র। ঝড়ে ডিমা, আঁটিয়াবাড়ি, ভাতখাওয়া, ভোটপাড়া, গাঙ্গুটিয়া, মেচপাড়া ও রাধারানি চা বাগানের বড় বড় শেডট্রি ঝড়ে উপড়ে গিয়েছে। কালচিনিতে ঝড়ের স্থায়িত্ব ছিল ২০ মিনিটের মতো। সঙ্গে বৃষ্টি ছিল আধ ঘণ্টার কাছাকাছি। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন জানিয়েছে, দু’টি পঞ্চায়েত মিলিয়ে ঝড়ে প্রায় ১৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের মধ্যে সিংহভাগই শ্রমিক আবাস। গারোপাড়া পঞ্চায়েতের প্রধান কামলী মাহালি বলেন, ঝড়ের পর সোমবার প্রতিটি ক্ষতিগ্রস্ত বাড়ি ও শ্রমিক আবাস পরিদর্শন করা হয়েছে। এই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের মাথা গোঁজার জন্য ত্রিপল দরকার। ব্লক প্রশাসনকে ত্রিপল দেওয়ার কথা জানানো হয়েছে। ঝড়ে মারাত্মক ক্ষতি হয়েছে ডিমা চা বাগানের। কালবৈশাখীর ঝড়ে ডিমা চা বাগানের ফ্যাক্টরির ৭০ ফুট সীমানা প্রাচীর ভেঙে পড়েছে। ঝড়ে ফ্যাক্টরির টিনের শেড উড়ে গিয়েছে। ফ্যাক্টরিতে থাকা চার হাজার তৈরি চা পাতা বৃষ্টির জলে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। ঝড়ে ভেঙে পড়েছে ডিমা চা বাগানের অসংখ্য শেড ট্রি। ডিমা চা বাগানের সিনিয়র ম্যানেজার দিব্যেন্দু নন্দী বলেন, ঝড়ে বাগানের যা ক্ষতি হয়েছে তা সামলে উঠতে অনেকদিন সময় লাগবে। চুয়াপাড়া পঞ্চায়েতে মেচপাড়া, রাধারানি, মেচপাড়া আউট ডিভিশনেরও ক্ষতি হয়েছে। চুয়াপাড়া পঞ্চায়েতের প্রধান সুবন্তীচিক বরাইক বলেন, আমার পঞ্চায়েত এলাকায় ঝড়ে প্রায় ১০০ বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্তদের এই মুহূর্তে ত্রিপল দরকার। কিন্তু পঞ্চায়েতের সীমিত ক্ষমতায় সেই ত্রিপলই দেওয়া যাচ্ছে না। ত্রিপলের কথা ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রিপল ও ত্রাণ দেওয়ার বিষয়ে জানতে কালচিনির বিডিও মিঠুন মজুমদারকে একাধিকবার টেলিফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মেসেজেরও জবাব দেননি। ঝড়ের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও মেচপাড়া ও ভাটপাড়া সহ অনেক চা বাগানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এদিকে, ঝড়ে রাজাভাতখাওয়া চা বাগানেও বহু শেড ট্রি ভেঙে পড়েছে।
 ঝড়ের তাণ্ডব। -নিজস্ব চিত্র

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ