বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

যাত্রী তোলার প্রতিযোগিতায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

সংবাদদাতা, ময়নাগুড়ি: রাস্তার মাঝে দাঁড়িয়ে যাত্রী তুলছে বাস। একই প্রবণতা ছোট গা঩ড়িগুলিরও। বরং একটু বেশি। ময়নাগুড়ি শহরে বাস টার্মিনাস রয়েছে। রাস্তায় যাত্রী তোলায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যানজটও বাড়ছে। কিন্তু প্রশাসন উদাসীন। বাস টার্মিনাসে কেন বাস ঢুকছে না, সেটাও যাত্রীদের প্রশ্ন। পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের দাবি, যাত্রী এবং পথচলতিদের নিরাপত্তার স্বার্থে রাস্তায় দাঁড়িয়ে বাসে যাত্রী তোলা বন্ধ করতে হবে। 
ময়নাগুড়ি শহরের ট্রাফিক মোড় সংলগ্ন এলাকা, দুর্গাবাড়ি, সহ বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস অহরহ দাঁড়িয়ে পড়ছে। শহরজুড়ে টোটোর দৌরাত্ম্য। দুই মিলিয়ে শহরবাসীর নাভিঃশ্বাস উঠেছে। যদিও পুরসভার যাবি, ময়নাগুড়ির বাস টার্মিনাস সঠিক পদ্ধতিতে তৈরি করা হয়নি। পুরাতন জর্দা সেতু দীর্ঘদিন বন্ধ। তাই কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। 
ময়নাগুড়ি আনন্দনগরপাড়ার বাসিন্দা সুব্রত চক্রবর্তী বলেন, চলতে চলতে হঠাই মাঝ রাস্তায় বাস দাঁড়িয়ে পড়ছে। ফুটপাথ দখল নিয়েছে টোটো। যাত্রী তোলার প্রতিযোগিতায় ভুগতে হচ্ছে আমজনতাকে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। 
গোটা বিষয়টি নিয়ে ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, পুরাতন জর্দা সেতু সংস্কার হলে পুলিস-প্রশাসনের সঙ্গে আলোচনায় বসব। বাস টার্মিনাসের কিছু অংশ সংস্কার করতে হবে। সেখানে বাস প্রবেশ করানো হবে। ময়নাগুড়ি ট্রাফিক অফিসার ভয়েস সুববা বলেন, পুরসভা আলোচনা করতে চাইলে আমরা রাজি। রাস্তার মাঝে বাস দাঁড়িয়ে পড়ার বিষয়টি দেখলেই আমরা হটিয়ে দেই। 
যদিও শহরবাসী চাইছেন, গুরুত্বপূর্ণ মোড়গুলি বাদে মাঝরাস্তায় যেন বাস যাত্রী না তোলে, সেটা পুলিসকে কড়া নজর দিতে হবে।
 নিজস্ব চিত্র।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ