বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

শর্ট সার্কিট থেকে গ্যারেজে আগুন, পুড়ল একাধিক গাড়ি

সংবাদদাতা, পতিরাম: শটসার্কিট থেকে গ্যারেজে লাগল আগুন। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে গ্যারেজ লাগোয়া বাড়িতে। ঘটনায় একটি নতুন চারচাকা গাড়ি, বাইক এবং অন্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গিয়েছে বাড়ির কম্পিউটার, টিভি সহ আসবাবপত্র। সবমিলিয়ে ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ১৪ নম্বর ওয়ার্ডের চকভৃগু শিমুলতলা এলাকায়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট দমকল কেন্দ্রের দু’টি ইঞ্জিন। সেখানে পুলিসও যায়। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গ্যারেজ ও বাড়ির সমস্তকিছু পুড়ে গিয়েছে।  গ্যারেজ ও বাড়ির মালিক শিলাদিত্য মুন্সি বলেন, আমরা বাড়িতে ছিলাম। গ্যারেজে একটি সুইচ থেকে আগুনের ঝলকানি দেখা যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজ ও বাড়িতে। আগুনে একটি চার চাকা গাড়ি, বাইক, সাইকেল ও অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। বাড়িতেও আগুন লেগে পুড়ে যায় সামগ্রী। ক্ষতিগ্রস্ত গ্যারেজ মালিকের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কাউন্সিলার অনোজ সরকার। বলেন, আগুনে গ্যারেজের কিছু গাড়ি পুড়ে গিয়েছে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। দমকল বিভাগের অনুমান, শটসার্কিট থেকে এই আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্যুতের তার থেকে আগুন লাগে। তারপরই সেই আগুন পুরো গ্যারেজকে গ্রাস করে নেয়। গ্যারেজ থেকে সেই আগুন বাড়িতেও ঢুকে পড়ে। বাড়ির ভিতরে থাকা জিনিসপত্রও পুড়ে ছাই। সোমবার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রামপঞ্চায়েতের শতখণ্ডেও একটি খড়ের গাদায় আগুন লাগে।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। সেখানে তিনজনের খড় রাখা ছিল। কীভাবে আগুন লাগল, তা নিয়ে খতিয়ে দেখছে দমকল।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ