বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুন শতাধিক পরিযায়ী পাখি, চাঞ্চল্য

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি পঞ্চায়েত এলাকার ধরলা নদী সংলগ্ন জলাশয়ে শতাধিক পরিযায়ী পাখি মেরে ফেলার ঘটনা ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায়। পরিযায়ী পাখি ছাড়াও কয়েকশো পোষা হাঁসও মারা গিয়েছে। এ ঘটনার অভিযোগের তির স্থানীয় দুই যুবকের দিকে তুলেছেন বাসিন্দারা। ওই দুই যুবক আগে বিষ মেশানো ধান, চাল রেখে পরিযায়ী পাখি মেরেছিল। স্থানীয়রা অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তারের দাবি তুলেছেন। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন মাথাভাঙা থানার পুলিস কর্মীরা। পুলিস ঘটনাস্থল খতিয়ে দেখে। বিলের একাধিক জায়গায় বিষ মেশানো ধান ও ভাত পড়েছিল। স্থানীয়রা থানায় লিখিত অভিযোগ জানান। পরিবেশপ্রেমী সংগঠনগুলিও থানায় লিখিত অভিযোগ জানানোর কথা বলেছে। পুলিস পদক্ষেপ না নিলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। 
এব্যাপারে স্থানীয় বাসিন্দা আলিজার রহমান বলেন, ধরলা নদী সংলগ্ন ওই জলাশয়ে শতাধিক পরিযায়ী পাখি আসে। একইসঙ্গে এখানকার বাসিন্দারা বাড়িতে যে হাঁস পালন করে, সেগুলি ওই জলাশয়ে যায়। পাড়ার দুই যুবক জলাশয়ের ধারের একাধিক জায়গায় বিষ মেশানো ধান, ভাত রেখেছিল। এদিন সকালে বাড়িতে পোষা হাঁস জলাশয়ে গেলে মারা যেতে থাকে। গোটা পাড়ার লোকজন গিয়ে সেখান থেকে নিজেদের হাঁস বাড়িতে নিয়ে আসেন। প্রচুর পরিযায়ী পাখি বোরো ধান খেতে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা পুলিসকে বলেছি। থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। একটি পরিবেশপ্রেমী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তাপস বর্মন বলেন, পরিবেশরক্ষায় জলাশয়ে বিষ প্রয়োগ ক্ষমার অযোগ্য অপরাধ। আমরাও চাইছি, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক পুলিস। আমরা এ নিয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানাব। 
মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, জোরপাটকি পঞ্চায়েতের একটি জলাশয়ে বিষ মেশানো খাবার দিয়ে পরিযায়ী পাখি সহ বাড়িতে পালন করা শতাধিক হাঁস মেরে ফেলার ঘটনায় অভিযোগ জমা পড়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
 নিজস্ব চিত্র

26th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ