বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

মাঝরাতে শিলাবৃষ্টিতে আড়াইশো বাড়ির টিনের চাল ফুটো

সংবাদদাতা, বানারহাট: মঙ্গলবার মাঝরাতে বানারহাট ব্লকের গয়েরকাটা, তেলিপাড়া, আংরাভাসায় কালবৈশাখী ঝড় সহ প্রবল শিলাবৃষ্টি হয়েছে। অসময়ের এই বৃষ্টিতে জমির ফসলের ক্ষতি হয়েছে। ঝিঙে, পাট, তিল সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এমনকী, শিলাবৃষ্টিতে প্রায় ২৫০টি বাড়ির টিনের চাল ফুটো হয়েছে। মাঝরাতের প্রকৃতির এই তাণ্ডবের সামনে পড়ে অনেককেই চৌকির নীচে আশ্রয় নিতে হয়েছে। 
কৃষকরা বলেন, অনেকেই চড়া সুদে ঋণ নিয়ে চাষ করেছেন। তারউপর শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় দ্বিগুণ লোকসান হল। বুধবার সাঁকোয়াঝোরা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছে। 
সুভাষ মজুমদার নামে ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঋণ নিয়ে ঝিঙে চাষ করেছিলাম। একেতো ফসলের দাম নেই, তারমধ্যে প্রায় সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। কীভাবে টাকা তুলব, ভেবে পাচ্ছি না। প্রশাসন সহযোগিতায় এগিয়ে এলে কিছুটা সমস্যা মিটবে।  
তেলিপাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নাচিমা বেগম, ঈশব আলি বলেন, যেভাবে টিনের চাল ফুটো হয়েছে, তাতে বৃষ্টি হলে ঘরে জল পড়ছে। প্রশাসনের কর্তারা কোনও খোঁজখবর করেননি। ফের বৃষ্টি হলে কীভাবে থাকব বুঝতে পারছি না।  
এবিষয়ে সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তী বলেন, মঙ্গলবার রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে ২৫০ পরিবারের টিনের চাল ফুটো হয়ে গিয়েছে। চাষের ফসলের ক্ষতি হয়েছে।

18th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ